এক নজরে
WBCAP College Admission 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে আবারো নতুন ঘোষণা করল রাজ্যের উচ্চশিক্ষা সংসদ! ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় অনলাইন পোটালের মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকে দীর্ঘ অপেক্ষার পর জুন মাসের ১৭ তারিখ থেকে অনলাইন পোর্টাল WBCAP এর উদ্বোধন করেন উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তবে এবার এডমিশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে মেধা তালিকা প্রকাশের তারিখ।
WBCAP College Admission এর শেষ তারিখ
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির প্রক্রিয়া চলছে WBCAP পোটালের মাধ্যমে। বিপুল পরিমাণে চাকরি প্রার্থী এই কলেজে ভর্তির বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। তবে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি গুলিতে ভর্তির পোর্টাল খোলার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী বেসরকারি কলেজ কিংবা রাজ্যের বাইরের কোন কলেজে ভর্তি হয়ে গিয়েছেন। এর ফলে এডমিশন পোর্টাল খোলার প্রথম দুই সপ্তাহের মাত্র ৩.২৫ লক্ষের মতো আবেদন জমা পরেছে। কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি গুলি মিলিয়ে মোট সিট সংখ্যা রয়েছে ৯.৫ লক্ষের বেশি। এই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২৫ সালের ১৫ ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
মেধা তালিকা প্রকাশের তারিখ ঘোষণা হল
আগেকার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জুলাই মাসের ৬ তারিখে মেরিট লিস্ট বা মেধাতালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল। তবে বর্তমানে আবেদন (WBCAP College Admission) এর সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত করে দেওয়ার কারণে মেধা তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে অফিশিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ ভবন। এখানে জানানো হয়েছে, নতুন করে আবার সমস্ত সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। এই বিষয়ে সম্পূর্ণ সময়সীমার সাথে বিজ্ঞপ্তি ওদের শীঘ্রই বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ১৫ ই জুলাই আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৩ থেকে ৫ দিনের মধ্যেই অর্থাৎ ১৮ই জুলাই থেকে ২০ শে জুলাই এর মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে।
আরও পড়ুনঃ জুলাই মাসের শুরুতেই একটানা ১২ দিনের ছুটি ঘোষণা
মেধা তালিকা প্রকাশের পর গুরুত্বপূর্ণ কাজ (WBCAP College Admission)
WBCAP College Admission এর জন্য WBCAP পোর্টালের মাধ্যমে একজন শিক্ষার্থী একের বেশি কলেজে আবেদন জানাতে পারেন। সুতরাং এই ক্ষেত্রে যদি ১০ টি কলেজে একসাথে আবেদন করা হয় এবং ওই শিক্ষার্থী যদি প্রত্যেকটি কলেজেরই জন্য আবেদনের যোগ্য হয়ে থাকেন তাহলে শুধুমাত্র একটি কলেজ এই তার অ্যালটমেন্ট হবে। সেই ক্ষেত্রে যে কলেজে ওই শিক্ষার্থীর নাম এলোড করা হবে সেই কলেজটি তালিকাটা উপরের দিকে থাকবে।
আরও পড়ুনঃ আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায়
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
এর পাশাপাশি শিক্ষার্থী যদি অটো আপগ্রেডেশনের সুবিধা চান, তাহলে আগে শিক্ষার্থীকে এলোটেড কলেজে ভর্তি হতে হবে। মূলত শিক্ষার্থীদের পছন্দের তালিকা অনুসারেই কলেজের অ্যালটমেন্ট হবে। এর জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে নিজের পছন্দ অনুযায়ী বুদ্ধি করে কলেজের প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে। এর পাশাপাশি নিয়মিত কলেজে ভর্তির অফিসিয়াল পোর্টালটি চেক করতে হবে।