কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন বা NHPC লিমিটেড এর তরফে বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী থেকে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে। সম্প্রতি এই নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যসহ সমগ্র ভারতবর্ষের যে কোন জেলা থেকেই চাকরি প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারেন এবং নিযুক্ত প্রার্থীদের দেশের বিভিন্ন অঞ্চলের পোস্টিং দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আজ থেকেই প্রত্যেককে চাকরিপ্রার্থীর আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়ে। তাই এই নিয়োগের বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে-
- আইটিআই অ্যাপ্রেন্টিস,
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস,
- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস।
মোট শূন্য পদের সংখ্যা- ৩৬১ টি।
মাসিক বৃত্তি- এক্ষেত্রে যেহেতু যোগ্য প্রার্থীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে, তাই প্রত্যেক মাসেই নিযুক্ত কর্মীরা মাসিক একটি বৃত্তি পাবেন। প্রত্যেকটি বিভাগ অর্থাৎ আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য যথাক্রমে ১২,০০০ টাকা, ১৩,৫০০ টাকা এবং ১৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- পদ অনুসারে অবশ্যই প্রত্যেকটি চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় তারতম্য রয়েছে। যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রী প্রাপ্ত চাকরি প্রার্থীরা গ্রাজুয়েট অ্যাপেন্টিস পদের জন্য আবেদন জানাতে পারবেন। অপরদিকে ডিপ্লোমা ডিগ্রী থাকলে ডিপ্লোমা এপ্রেন্টিস এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর আইটিআই সার্টিফিকেট থাকলে আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন জানানো যাবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিশদে জেনে নিতে অবশ্যই নিয়োগ কারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে দেখে নিতে পারেন।
চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
বয়স সীমা- চাকরি প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে আবেদনের সুযোগ রয়েছে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। সরকারি নিয়ম মেনেই বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন সংরক্ষিত চাকরি প্রার্থীরা।
নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি পদের জন্যই কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মূলত তাদের অ্যাকাডেমিক সময়কালে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই মেধা তালিকা তৈরি করা হবে। এরপরে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত হতে পারবেন।
চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- প্রত্যেকটি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সবার আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। এরপরে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করবেন এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি জমা করে দেবেন। সমস্ত প্রক্রিয়া হয়ে গেলে আগামী ১১ ই আগস্ট এর মধ্যে ভালোভাবে আবেদনটি মিলিয়ে নিয়ে সাবমিট করে দিতে হবে।