পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পক্ষ থেকে একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এবারে আনন্দধারা ব্লকের কমিউনিটি অডিটর পদে নিয়োগের সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। এক্ষেত্রে অতিরিক্ত কোন যোগ্যতা ছাড়াই উচ্চমাধ্যমিক বা স্নাতক যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।
পদের নাম- কমিউনিটি অডিটর (CAs)।
মোট শূন্যপদ- ৪২ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীর অবশ্যই কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক কিংবা সমমানের কোনো যোগ্যতা থাকতে হবে। উক্ত মানের আবেদনকারী না হলে, যেকোনো শাখায় স্নাতক প্রার্থীও এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীর কম্পিউটারের (ইন্টারনেট, এমএসওয়ার্ড এবং এক্সেল) সাধারণ জ্ঞান থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এবং পাশাপাশি NRLM -এর অন্তর্গত সেল্ফ-হেল্প গ্রুপের একজন সক্রিয় সদস্য হতে হবে। বুক কিপিং এবং অক্কোউন্টিংয়ে জ্ঞান থাকতে হবে। শারীরিকভাবে ফিট এবং নিত্যনতুন জ্ঞান-দক্ষতা শিখে নেয়ার ক্ষমতা থাকতে হবে।
চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ
বয়স সীমা- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্যে ডাকা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস- গ্রামীণ উন্নয়নের সাথে NRLM সম্পর্কিত বিষয়, বুক কিপিং এন্ড একাউন্টিং, জেনারেল এরিথমেটিক, জেনারেল ইংলিশজ জেনারেল নলেজ।
চাকরির খবরঃ রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
অন্যান্য তথ্য:
- লিখিত পরীক্ষা ৭০ নম্বর
- কম্পিউটার টেস্ট- ২০ নম্বর
- ব্যক্তিগত সাক্ষাৎকার – ১০ নম্বর
আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক আবেদনকারী কে অফলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর কোন সুযোগ নেই চাকরিপ্রার্থীদের কাছে। পূরণকরা আবেদনপত্র এবং প্রাসঙ্গিক স্ব-প্রত্যয়িত প্রশংসাপত্রগুলি অবশ্যই নিম্নোক্ত ঠিকানার অফিসে রাখা একটি নির্দিষ্ট বাক্সে ০৪/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- আধিকারিক জেলা মিশন পরিচালক, ডিএমএমইউ, আনন্দধারা বীরভূম, সিউড়ির অফিসে, পিন-৭৩১১০১। (Office of the Addi. District Mission Director, DMMU, Anandadhara Birbhum, Suri, PIN-731101)
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.