এক নজরে
School Holiday List 2025: স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আবারও একটানা বিরাট ছুটি আসতে চলেছে! সেই গরমের ছুটির পর থেকে তেমন কোন বড় ছুটি স্কুল কলেজগুলির ছাত্রছাত্রীরা পাননি। এর মধ্যেই পরবর্তী বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রস্তুতি শুরু হয়েছে, অন্যান্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিলেবাসও বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। অপরদিকে 2025 জুলাই মাস পেরিয়ে আগস্ট মাস শুরু হতে চলেছে। নতুন মাস করার আগেই ছাত্র-ছাত্রী এবং অফিস কর্মীদের চোখ থাকে ছুটির দিনগুলির উপর। এবারে নতুন মাসে একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে। এই মাসেই রয়েছে ভারতের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস। এর পাশাপাশি আর কোন কোন দিনে ছুটি থাকবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
School Holiday List 2025
২০২৫ সালের বিগত মাস গুলিতে বিভিন্ন ছুটি থাকলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকে একটানা ছুটি পড়েনি রাজ্যের বিদ্যালয় গুলিতে। তবে ছাত্রছাত্রীদের সেই ছুটি না পাওয়ার কষ্ট এবারে ঘুরতে চলেছে আগস্টে (School Holiday List 2025)। এই মাসের শুরুতেই রয়েছে রাখি বন্ধন উৎসব। এর পাশাপাশি স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মত একাধিক বড় উৎসব রয়েছে আগস্ট মাসেই। সব মিলিয়ে এই মাসে একটানা অনেক দিন ছুটি থাকবে রাজ্যের ছাত্র-ছাত্রীদের। এর পাশাপাশি আগস্ট মাসে রয়েছে পাঁচটি শনিবার এবং পাঁচটি রবিবার।
চাকরির খবরঃ ৪৯৮৭ টি শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ
আগস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকছে রাজ্যের বিদ্যালয় গুলি?
সাধারণত বিভিন্ন স্থানীয় উৎসব অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বা রাজ্যের বিশিষ্ট উৎসবে স্কুল কলেজ বন্ধ রাখা হয় (School Holiday List 2025)। এছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনি এবং রবিবার বন্ধ থাকে রাজ্যের সমস্ত ব্যাংকগুলি। যদিও প্রতিটি রবিবারই স্কুল কলেজ থেকে শুরু করে যে কোন সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগস্ট মাসে এমনই একাধিক ছুটির ঘোষণা (School Holiday List 2025) ইতিমধ্যেই করা হয়েছে।
School Holiday List 2025 in August
- আগস্ট মাসের শুরুতেই ২ ও ৩ তারিখ প্রথম শনি ও রবিবার করার কারণে স্কুল কলেজ গুলি বন্ধ থাকবে। যদিও একাধিক বিদ্যালয় ২ তারিখ অর্থাৎ শনিবার অর্ধ দিবস হিসাবে খোলা থাকবে।
- এরপর ৯ আগস্ট, ২০২৫ তারিখে দ্বিতীয় শনিবার হওয়ার পাশাপাশি রয়েছে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, অফিস আদালত বন্ধ রাখা হবে। অপরদিকে তার পরের দিন অর্থাৎ ১০ আগস্ট, রবিবার সমস্ত সরকারি কার্যালয়ের পাশাপাশি স্কুল কলেজ গুলিও বন্ধ থাকবে।
- এরপরে ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত একটানা স্কুল কলেজ গুলি খোলা থাকবে। সরাসরি ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে বিদ্যালয়গুলির পঠন-পাঠন বন্ধ রাখা হবে। যদিও ওইদিন একাধিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং পতাকা উত্তোলনের জন্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকা অনেক সময়ই বাধ্যতামূলক থাকে।
- এর পরের দিন অর্থাৎ ১৬ই আগস্ট, শনিবার জন্মাষ্টমী উপলক্ষে স্কুল কলেজ সবকিছুই বন্ধ রাখা হবে। অপরদিকে ১৭ ই আগস্ট রবিবার থাকায় স্বাভাবিকভাবেই সমস্ত কার্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ এই সময়ে ছাত্রছাত্রীরা একটানা ৩ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
- ১৭ ই আগস্ট এর পরে একেবারে ২৩ ও ২৪ আগস্ট, ২০২৫ তারিখে চতুর্থ শনি ও রবিবার হিসাবে বন্ধ থাকবে বিদ্যালয় গুলি।
- এরপর ২৫ তারিখ ও ২৬ তারিখ বিদ্যালয়ের পঠন পাঠন জারি থাকবে। যদিও ২৭ তারিখ, বুধবার পুনরায় বিদ্যালয়ে বন্ধ থাকবে গণেশ চতুর্থী উপলক্ষে।
- এরপরে ওই সপ্তাহেই ৩০ তারিখ ও ৩১ তারিখ শেষ শনি ও রবিবারের উপলক্ষে স্কুল কলেজ গুলি ছুটি থাকবে।
সব মিলিয়ে দেখতে গেলে আগস্ট মাসে একসাথে ১২ দিন বন্ধ থাকছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় গুলি। ছাত্র-ছাত্রীদের জন্য জুনের পর আবারও পরপর ছুটির ঘোষণা রয়েছে আগস্ট মাসে। যদিও এরপরে সেপ্টেম্বর মাসেও দুর্গাপূজা উপলক্ষে একাধিক ছুটির ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এক কথায় বলতে গেলে, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ে অগুনতি ছুটি পেতে চলেছেন ছাত্র-ছাত্রীরা।