এক নজরে
WB HS Class XI Registration: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৯ জুলাই, ২০২৫ তারিখে শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুসারে, ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিশেষত রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Exam Bangla র তরফে সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুসারে মূল বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো।
WB HS Class XI Registration
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন (Class XI Registration) সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিটি শিক্ষা কেন্দ্র এবং প্রতিষ্ঠানকে এই তারিখ গুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে সংসদ। গুরুত্বপূর্ণ তারিখ গুলি হল-
- অনলাইন রেজিস্ট্রেশন প্রকাশের তারিখ- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার অনলাইন পোর্টালে বিদ্যালয় গুলির জন্য ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন (Class XI Registration) লিস্ট চেক করার জন্য ১ আগস্ট, ২০২৫ তারিখে ছাত্র-ছাত্রীদের প্রাথমিক তথ্য সহ একটি তালিকা প্রকাশ করবে। ওই তালিকা ভালোভাবে মিলিয়ে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর বিবরণ দেখে নিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
- চেকলিস্ট সংশোধন করার তারিখ- প্রকাশিত তালিকা অনলাইন মাধ্যমেই ভালোভাবে মিলিয়ে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এই সংশোধনের জন্য ১২ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত সময় পাবে, বিদ্যালয়গুলি। এই সংশোধন প্রক্রিয়াটি বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেটের তারিখ- সমস্ত সংশোধন হওয়ার পর চূড়ান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBCHSE এর অনলাইন পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আগামী ১৮ আগস্ট, ২০২৫ তারিখে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পৌঁছে যাবে বিদ্যালয় গুলিতে।
আরও পড়ুনঃ আগষ্ট মাসে রাজ্যের বিদ্যালয়ে একটানা ১২ দিন ছুটি, কবে কবে?
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
ছাত্র-ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্দেশ (WB HS Class XI Registration)
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংস (WBCHSE) এর তরফে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রত্যেকটি ছাত্রছাত্রী তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত ছাত্র-ছাত্রীর নামের বানান, জন্ম তারিখ, নির্বাচিত বিষয় এবং অন্যান্য তথ্যের ভুল থাকলে তা উল্লেখিত সময়ের মধ্যেই সংশোধন করতে হবে। এক্ষেত্রে পরবর্তী সময়ে কোনরকম ভুল ভ্রান্তির সংশোধন করা হবে না। অনলাইন মাধ্যমে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর যাবতীয় তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জন্য বেশ কিছু নির্দেশগুলি প্রকাশ করেছে সংসদ। এক্ষেত্রে সংশোধনের দায়িত্ব বিদ্যালয়ের হাতে থাকলেও ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিজেদের স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা উচিত। প্রয়োজন হলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে গিয়ে নিজেদের তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে দেখে নেওয়া যেতে পারে। এক কথায়, রেজিস্ট্রেশন (Class XI Registration) সার্টিফিকেট ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নথি। তাই এই বিষয়ে যথেষ্ট সচেতন থেকে কাজ করতে হবে ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে।