BSF Constable Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে দেশের সেবায় যুক্ত হওয়ার এক দুর্দান্ত সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। EXAM BANGLA -এর পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি সঠিক এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং বয়সসীমা তার সবটাই আমরা এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে, দেখে নিন এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
পদের নাম- কনস্টেবল (ট্রেডসম্যান)।
নিয়োগকারী সংস্থা– বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)।
অফিসিয়াল ওয়েবসাইট- rectt.bsf.gov.in।
মোট শূন্যপদ- ৩৫৮৮ টি (পুরুষ ৩৪০৬ টি, মহিলা ১৮২ টি)।
বয়সসীমা- কনস্টেবল পদে আবেদন করার জন্যে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর, আবেদনের শেষ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো বোর্ড থেকে দশম শ্রেণী পাস বা সমমানের কোনো ডিগ্রী ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ রয়েছে।
চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ
শারীরিক যোগ্যতা- পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ১৬৫ সেমি এবং বুক ৭৫-৮০ সেমি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ১৫৫ সেমি এবং বুক প্রযোজ্য নয়।
বেতন- উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে বেতন হবে লেভেল-৩ অনুযায়ী, ২১,৭০০ থেকে ৬৯,১০০/- টাকা।
আবেদন প্রক্রিয়া- এই পদে আবেদনের জন্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে ২৫ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে আবেদন এবং ফি পেমেন্ট করতে হবে।
চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন মূল্য- সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন ফি প্রদান করতে হবেনা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি পেমেন্ট করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্যে একাধিক ধাপ রয়েছে।
- শারীরিক মান পরীক্ষা (PST) এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)।
- লিখিত পরীক্ষা।
- ডকুমেন্টেশন।
- ট্রেড পরীক্ষা।
- মেডিকেল পরীক্ষা।
মাধ্যমিক পাশ এবং নির্দিষ্ট কিছু ট্রেডে দক্ষতা সম্পন্ন প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। BSF-এর মতো একটি সম্মানীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ খুব কমই আসে, তাই এই সুযোগটি হাতছাড়া করেবন না।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.