Agniveer Vayu Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড়ো সুখবর। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর বায়ু পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় বায়ুসেনার এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং বয়সসীমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ জানাতে EXAM BANGLA র আজকের এই প্রতিবেদন।
নিয়োগকারী সংস্থা- ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।
পদের নাম- অগ্নিবীর বায়ু (Agniveer Vayu)।
মোট শূন্যপদ- ২৫০০ (প্রায়)।
বয়সসীমা- আবেদনকারীর বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ ২ জুলাই, ২০০৫ থেকে ২ জানুয়ারি, ২০০৯ -এর মধ্য হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- বিজ্ঞান শাখার জন্য: গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। অথবা, ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/সিএস/ইন্সট্রুমেন্টেশন/আইটি)। অথবা, পদার্থবিদ্যা এবং গণিতের বাইরের বিষয়গুলির সাথে ২ বছরের বৃত্তিমূলক কোর্স, ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ।
- অন্যান্য শাখার জন্য: যেকোনো শাখায় কমপক্ষে ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ। অথবা, ৫০% মোট নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ ২ বছরের বৃত্তিমূলক কোর্স (যদি কোর্সের বিষয় না হয়, তাহলে দশম/দ্বাদশ শ্রেণিতে ৫০%)।
চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ
শারীরিক যোগ্যতা-
- পুরুষ প্রার্থী: উচ্চতা (১৫২.৫ সেমি), বুক (৭৭ সেমি, ৫ সেমি প্রসারণ), দৌড় (৭ মিনিটে ১.৬ কিমি), পুশ-আপ (১ মিনিটে ১০ টি), সিট-আপ (১ মিনিটে ১০ টি), স্কোয়াট (১ মিনিটে ২০)।
- \মহিলা প্রার্থী: উচ্চতা (১৫২ সেমি), দৌড় (৮ মিনিটে ১.৬ কিমি), সিট-আপ (১.৫ মিনিটে ১৫ টি), স্কোয়াট (১ মিনিটে ১৫ টি)।
বেতন- অগ্নিবীর হিসেবে নির্বাচিত প্রার্থীদের জন্য চার বছরের মেয়াদের একটি নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। এই সময়ের মধ্যে প্রতি বছর তাঁদের বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে।
- ১ম বছর: প্রতি মাসে ৩০,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২১,০০০ টাকা)।
- ২য় বছর: প্রতি মাসে ৩৩,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৩,১০০ টাকা)।
- ৩য় বছর: প্রতি মাসে ৩৬,৫০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৫,৫৫০ টাকা)।
- ৪র্থ বছর: প্রতি মাসে ৪০,০০০ টাকা (ইন-হ্যান্ড স্যালারি ২৮,০০০ তাকে)।
চাকরির খবরঃ ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ
‘সেবা নিধি’ প্যাকেজ- চার বছরের মেয়াদ শেষে, অগ্নিবীররা একটি এককালীন ‘সেবা নিধি’ প্যাকেজ পাবেন। এই প্যাকেজটিতে তাঁদের নিজেদের মাসিক বেতনের ৩০% এবং ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া সমপরিমাণ অর্থ জমা হবে, যা সুদ সহ প্রদান করা হবে।
- অগ্নিবীরদের মোট টাকা: প্রায় ৫.০২ লাখ টাকা।
- ভারত সরকারের অবদান: প্রায় ৫.০২ লাখ টাকা।
- মোট প্যাকেজ: প্রায় ১০.০৪ লাখ টাকা (সুদ বাদে)।
- এই ‘সেবা নিধি’ প্যাকেজটি সম্পূর্ণ আয়কর মুক্ত।
অন্যান্য সুবিধা- বেতন ছাড়াও, অগ্নিবীররা বিভিন্ন ভাতা এবং সুবিধা পাবেন-
- ঝুঁকিপূর্ণ এবং প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য ভাতা।
- পোশাক ও যাতায়াতের ভাতা।
- চিকিৎসা এবং ক্যান্টিনের সুবিধা।
- চার বছরের চাকরির সময়কালে 48 লাখ টাকার নন-কন্ট্রিবিউটরি লাইফ ইন্স্যুরেন্স কভার।
চাকরির খবরঃ দক্ষিণ দিনাজপুর জেলায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন মূল্য- সকল আবেদনকারীদের ৫৫০/- টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে। অনলাইন (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং) এই মাধ্যমগুলিতে পেমেন্ট করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত কয়েকটি ধাপে নির্বাচন করা হবে-
- কম্পিউটার-ভিত্তিক অনলাইন লিখিত পরীক্ষা।
- শারীরিক সুস্থতা পরীক্ষা (PFT)।
- ডকুমেন্টেশন।
- মেডিকেল টেস্ট।
আবেদনের পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in/AV/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন পোর্টাল ৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ পড়ে নিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.