BEL Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নবরত্ন কোম্পানি সম্প্রতি বিজ্ঞানীদের জন্য এক বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য Exam Bangla’র এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। এই প্রতিবেদনে আপনারা পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, এবং গুরুত্বপূর্ণ তারিখ সহ যাবতীয় তথ্য জানতে পারবেন।
[quads id=21]
নিয়োগকারী সংস্থা- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)।
বিভিন্ন পদের নাম ও বেতনের পরিমাণ:
১) এক্সিকিউটিভ ডিরেক্টর-
বেতন- ১,৫০,০০০/- টাকা।
২) জেনারেল ম্যানেজার-
বেতন- ১,২০,০০০/- টাকা।
৩) অতিরিক্ত জেনারেল ম্যানেজার-
বেতন- ১,০০,০০০/- টাকা।
বয়সসীমা- ১ জুলাই, ২০২৫ তারিখ অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারীদের অবসরপ্রাপ্ত গ্রুপ ডিরেক্টর, বিশিষ্ট বিজ্ঞানী, অথবা সরকারি গবেষণাগার থেকে সহযোগী পরিচালক অথবা তার উপরের গ্রেডের হতে হবে। এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম ক্ষেত্রে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আদর্শ প্রার্থীর AEW&C সিস্টেমের সাথে অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে রয়েছে নকশা, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এম.টেক. ডিগ্রি এবং পিএইচডি. ডিগ্রি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
[quads id=21]
চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ
নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য- গ্রুপ পরিচালক/ বিশিষ্ট বিজ্ঞানী/ সহযোগী পরিচালক বা তদুর্ধ গ্রেডের ব্যক্তি যারা সরকারি গবেষণাগার থেকে অবসর নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্যে এই নিয়োগ করা হচ্ছে।
ভূমিকা এবং দায়িত্ব- নিযুক্ত প্রার্থীদের বিভিন্ন এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) প্রকল্পের নকশা এবং উন্নয়নের জন্য নির্দেশনা এবং পরামর্শ দিতে হবে, যার মধ্যে বায়ু এবং স্থল উভয় অংশই অন্তর্ভুক্ত। বিভিন্ন প্রকল্পের উন্নয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন সংস্থা, সরবরাহকারী এবং গ্রাহকদের সাথে সহযোগিতা করার ভূমিকাও অন্তর্ভুক্ত।
[quads id=21]
চাকরির খবরঃ ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনপত্র পূরণ করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র, সমস্ত প্রয়োজনীয় স্ব-প্রত্যয়িত নথিপত্র সহ, সাধারণ/ স্পিড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে:
DGM (HR)/EW&A,
Bharat Electronics Ltd,
Jalahalli post, Bengaluru – 560013
ডিজিএম (এইচআর)/ইডব্লিউএন্ডএ
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড,
জালাহাল্লি পোস্ট, বেঙ্গালুরু – ৫৬০০১৩
আবেদন সম্পর্কিত অন্যান্য তথ্য- প্রার্থীদের অবশ্যই খামের উপরে “APPLICATION FOR THE POST OF ADVISOR FOR EW&A SBU” লিখতে হবে। ২০ আগস্ট, ২০২৫; বুধবার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনপত্র এবং নির্ধারিত ফর্ম্যাট সম্পর্কে জানতে- এই ওয়েবসাইটে www.bel-india.in/careers/ ভিজিট করুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.






