এক নজরে
স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তথা School Attendance নিয়ে এবার বড়সড়ো নোটিশ পাঠানো হলো। পরীক্ষায় বসতে হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার অন্ততপক্ষে ৭৫ শতাংশ থাকতেই হবে। অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য। মূলত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আগেই এই কড়া নির্দেশ জানালো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। উল্লেখিত ২ শ্রেণীর বোর্ড পরীক্ষাতেই এবার পড়ুয়াদের উপস্থিতির হার খতিয়ে দেখা হবে। সেই ক্ষেত্রে বোর্ড নির্ধারিত উপস্থিতির হার অর্থাৎ অন্ততপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না কোন ছাত্রছাত্রীকেই।
School Attendance নিয়ে কড়া সিদ্ধান্ত CBSE বোর্ডের
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রত্যেকটি CBSE বোর্ডের ছাত্র-ছাত্রীকে মেনে চলতে হবে উপস্থিতির (School Attendance) নির্দেশ। এই শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করল CBSE বোর্ড। পাশাপাশি উল্লেখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছামত ছুটি নিতে পারবে না। কোনরকম ছুটি নিতে হলে লিখিতভাবে আবেদন জমা করতে হবে এবং সেই আবেদনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ এক্ষেত্রে অগ্রিম ছুটির আবেদন জানাতে হবে প্রতিটি ছাত্রছাত্রীকে।
গত ৯ অক্টোবর, ২০২৪ এ প্রকাশিত নির্দেশিকার ওপর ভিত্তি করেই ৪ আগস্ট এই বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসই। এই নির্দেশিকার বাস্তবায়নের জন্য বোর্ডের তরফ থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP প্রকাশ করা হয়েছে। চলতি বছরের শিক্ষাবর্ষ থেকে যাতে এই প্রক্রিয়া চালু করা হয়, এই বিষয়ের যথেষ্ট পরিমাণে তৎপর বোর্ড। এর পাশাপাশি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার (School Attendance Rate) কত, সেই বিষয়েও বিদ্যালয় গুলিকে অভিভাবক ও শিক্ষার্থীকে নিয়মিত ভাবে জানান দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোন পড়ুয়ার উপস্থিতির হার অনেক কম থাকলে অভিভাবককেই তার কারণ জানাতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের!
School Attendance নিয়ে কেন এমন সিদ্ধান্ত?
আসলে বিগত কয়েক বছর ধরেই সিবিএসই বোর্ডের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ‘ডামি’ শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেখা গিয়েছে। বিদ্যালয়ে উপস্থিতি (School Attendance) নিয়ে যথেষ্ট পরিমাণে কড়াকড়ি থাকলে এই সমস্ত পড়ুয়াদের পরীক্ষায় বসা থেকে আটকানো যাবে বলে মনে করছে বোর্ড। এই সিদ্ধান্তকে করাকরি ভাবে চালু করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সিবিএসই বোর্ড।
আরও পড়ুনঃ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা!
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
বোর্ডের নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা, খতিয়ে দেখার জন্য বোর্ডের তরফ থেকে একটি প্রতিনিধি দল দেশের বিভিন্ন বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে বোর্ডের অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয় পড়ুয়াদের নথি তথা উপস্থিতির নথি (School Attendance Register) সংগ্রহের জন্য পড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাই বোর্ডের প্রতিনিধি দল বিদ্যালয়ে পরিদর্শনের জন্য গেলে তাদের সামনে সমস্ত পড়ুয়াদের নথি প্রস্তুত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।