IOB Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর! পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে চাকরি প্রার্থীদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে নিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে। ব্যাংকের চাকরি সব সময়ই চাকরি প্রার্থীদের কাছে এটি অন্যতম জায়গা করে নেয়। সেই কারণে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী বিভিন্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাদের জন্যই এবার মোট 750 টি শূন্য পদে ভারতীয় অ্যাপ্রেন্টিস আইনের অধীনে শিক্ষানবিশ হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চাকরি প্রার্থীরা জানতে পারবেন এই প্রতিবেদন থেকে।
নিয়োগ কারী সংস্থা- ভারতীয় ওভারসিজ ব্যাঙ্ক।
পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
মোট শূন্য পদের সংখ্যা- ৭৫০ টি।
পশ্চিমবঙ্গ রাজ্যের মোট শূন্য পদ- ৩৫ টি।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-
- আবেদনকারীকে ভারতবর্ষের যে কোন রাজ্যের নাগরিক হতে হবে।
- ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
- সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।
- চাকরি প্রার্থীকে ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট হতে হবে।
চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ
মাসিক বৃত্তি- ভারতীয় ওভারসিজ ব্যাংকের অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগের জায়গা অনুসারে বৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এবং ব্যাংকের একত্রিত বেতন হিসাবে মোট প্রাপ্য স্টাইপেন্ড হবে-
- মেট্রোপলিটন এলাকার জন্য- ১৫,০০০ টাকা,
- আরবান বা শহুরে এলাকার জন্য- ১২,০০০ টাকা,
- সেমি আরবান বা গ্রামীণ এলাকার জন্য- ১০,০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ WBSSC Group C and D Recruitment Notice
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
লিখিত পরীক্ষার সিলেবাস- অনলাইন লিখিত পরীক্ষা বা CBT এর ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মোট ১০০ নম্বরের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে সাধারণ বা অর্থনৈতিক জ্ঞান, সাধারণ ইংরেজি, রিজনিং ও গণিত এবং কম্পিউটার বিষয়ের জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। প্রতিক্ষেত্রে ২৫ টি করে প্রশ্ন থাকবে চাকরিপ্রার্থীদের জন্য। লিখিত পরীক্ষার জন্য মোট সময় থাকবে ৯০ মিনিট।
আবেদন পদ্ধতি- আজ অর্থাৎ ১০/০৮/২০২৫ তারিখ থেকে উল্লেখিত পদের জন্য আবেদন শুরু হয়েছে। চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে www.bfsissc.com এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র পূরণ করে জমা করতে পারবেন। তবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সবার আগে ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট ক্যারিয়ার পেজ থেকে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থী আগামী ২০/০৮/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ NIACL AO Recruitment 2025
আবেদন মূল্য-
- শারীরিকভাবে বিশেষ সক্ষম: ৪৭২ টাকা,
- মহিলা/SC/ST: ৭০৮ টাকা,
- অন্যান্য চাকরিপ্রার্থী- ৯৪৪ টাকা।
ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.