চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

OASIS Scholarship 2025: আবেদন করলেই মিলবে বার্ষিক ৪৫,০০০ টাকা! জেনে নিন আবেদনের যোগ্যতা

OASIS Scholarship 2025: দারিদ্রতার কারণে যাতে মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া মাঝপথে থমকে না পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে একাধিক মেধাবৃত্তি প্রকল্পের সূচনা করা হয়েছে। ভারত সরকার এবং সামাজিক ন্যায় ও অধিকারিতার মন্ত্রকের যৌথ প্রয়াসের মাধ্যমে এমনই একটি স্কলারশিপ প্রকল্প OASIS Scholarship শুরু করা হয়েছে। মূলত দেশের তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হয়ে থাকে। উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের জীবনের অনুপ্রেরণা এই স্কলারশিপ। আজকের প্রতিবেদনে Exam Bangla র তরফে এই স্কলারশিপ এর খুঁটিনাটি তথ্য উল্লেখ করা হলো।

[quads id=21]

OASIS Scholarship 2025

ভারতবর্ষের সেই আদিকাল থেকেই তপশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সামাজিক পরিস্থিতি উন্নত নয়। এই কারণেই সমঞ্জস্যপূর্ণ সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে উল্লেখিত শ্রেণীর মানুষদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। তবে এই সমস্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা যাতে নিজেদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্য থেকে বঞ্চিত না হন, তার জন্যই শুরু করা হয়েছে OASIS Scholarship 2025।

OASIS Scholarship এর যোগ্যতা:

১) এই স্কলারশিপ এ আবেদন জানানোর প্রাথমিক শর্ত হলো, আবেদনকারী কে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।

২) আবেদনকারী চাকরিপ্রার্থীকে তপশিলি জাতি, উপজাতি কিংবা অনগ্রসর শ্রেণীর প্রার্থী হতে হবে।
অর্থাৎ এক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে বৈধ SC/ST/OBC সার্টিফিকেট থাকতে হবে।

৩) আবেদনকারীকে শিক্ষার্থী হিসেবে কোন স্বীকৃত বিদ্যালয়, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। এক্ষেত্রে করেসপন্ডেন্স কোর্সের ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন না।

৪) ছাত্র-ছাত্রীরা পূর্ববর্তী শেষ পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।

৫) ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে।

[quads id=21]

আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের! 

স্কলারশিপের পরিমাণ:

  • মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বার্ষিক ১২,০০০ টাকা,
  • উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বার্ষিক ১৮,০০০ টাকা,
  • স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৪৫,০০০ টাকা থেকে ৪৮,০০০ টাকা।

আরও পড়ুনঃ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা!

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি:

বর্তমানে ছাত্র-ছাত্রীরা OASIS Scholarship এ সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমেই আবেদন জানাতে পারেন। এর জন্য অবশ্যই প্রথম ধাপে ছাত্রছাত্রীদের অফিসিয়াল পোর্টাল অর্থাৎ https://oasis.gov.in/ এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এরপর অনলাইনে রেজিস্ট্রেশন, আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা করে দিতে হবে। সবশেষে আবেদনটি ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন জমা পড়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আবেদন পত্রের একটি হার্ডকপি প্রিন্ট করিয়ে নিতে হবে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য নতুন পথের দিশারী OASIS Scholarship। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত OASIS Scholarship  এ আবেদন জানাতে পারেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে আবেদন পত্র পূরণ করে জমা করে দিন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ