পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য প্রকাশিত হলো দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি! এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রভু ধা ভারতী শিশু তীর্থ এর শক্তি সদন স্কিম পরিচালনার উদ্দেশ্যে এই ওয়াক ইন ইন্টারভিউ এর আয়োজন করা হচ্ছে। যেখানে চাকরিপ্রার্থীরা কোনরকম লিখিত পরীক্ষা বা আবেদন ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। তাহলে আর দেরি না করে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
পদের নাম- অফিস এসিস্ট্যান্ট।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক মহিলা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা- অন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাসিক বেতন- ১৪,০০০/- টাকা।
অভিজ্ঞতার বিবরণ- যেকোনো সরকারি কিংবা NGO সংস্থার হয়ে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই কম্পিউটারে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে।
চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
প্রয়োজনীয় নথি-
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট,
- অভিজ্ঞতার প্রমাণপত্র,
- জন্মের সার্টিফিকেট বা বৈধ বয়সের প্রমাণপত্র,
- কম্পিউটারের দক্ষতার প্রমাণপত্র,
- বৈধ ঠিকানার প্রমাণ,
- অরিজিনাল আধার কার্ড,
- একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
আবেদন পদ্ধতি- এই পদের জন্য চাকরিপ্রার্থীদের আলাদা করে আবেদন জানানোর কোন বিধি উল্লেখ করা হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। অর্থাৎ এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আগে থেকে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে না।
চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- উল্লেখিত পদের জন্য যোগ্য চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ইন্টারভিউয়ের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। এক্ষেত্রে অবশ্যই আবেদনকারী বা আগ্রহী চাকরিপ্রার্থীকে যথাযথভাবে যোগ্য হতে হবে এই পদের আবেদনের জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার তরফে ২৮/০৮/২০২৫ তারিখ সকাল দশটা থেকে ইন্টারভিউ এর আয়োজন করা হবে। ঐদিন সঠিক নথি পত্রের সঙ্গে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউ এর স্থান- Prabuddha Bharati Shishutirtha, Jnanendra Bhawan, Near Kharagpur LIC More, At+P.O- Inda, P.S- Kharagpur Town, Dist.- Paschim Medinipur
যোগাযোগের নম্বর- 6297655251/9434192748/7548090824
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.