IBPS RRB XIV Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল IBPS। ২০২৫ সালের রিজিওনাল রুরাল ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে চাকরিপ্রার্থীদের জন্য ১৩,২১৭ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে। এতদিন ধরে ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে এই বছরে চাকরির সুযোগ থাকছে কয়েক হাজার চাকরি প্রার্থীর জন্য। দেশের গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার সহ বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।
IBPS RRB XIV Recruitment
পশ্চিমবঙ্গ রাজ্যসভা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোতে কর্মী নিয়োগ (IBPS RRB XIV Recruitment) করতে চলেছে IBPS। এই উদ্দেশ্যে বিস্তারিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদের জন্য।
IBPS RRB XIV Recruitment Posts-
গ্রুপ বি:
- অফিস এসিস্ট্যান্ট (মাল্টিপারপাস),
গ্রুপ এ অফিসার:
- অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার),
- অফিসার স্কেল ২ (ম্যানেজার),
- অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার)।
মোট শূন্য পদের সংখ্যা- ১৩,২১৭ টি।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে চাকরির মেলা
শিক্ষাগত যোগ্যতা- IBPS RRB XIV Recruitment 2025 এর জন্য বিভিন্ন পদ অনুসারে চাকরিপ্রার্থীদের পৃথক যোগ্যতা থাকতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে নিচে উল্লেখ করা হলো-
১) অফিস এসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। আবেদনকারী প্রার্থীকে স্থানীয় ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকার পাশাপাশি স্থানীয় ভাষা ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই পদের ক্ষেত্রে কৃষি, বনবিদ্যা, পশুপালন, কৃষিজ ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিদ্যা, কৃষিজ মার্কেটিং, প্রযুক্তিগত বিদ্যা, ম্যানেজমেন্ট, আইন, অর্থনীতি অথবা একাউন্টান্সি বিষয়ের স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।
৩) ম্যানেজার- ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চাকরি প্রার্থীর। এর পাশাপাশি অন্ততপক্ষে দুই বছরের অফিসার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে।
৪) বিশেষজ্ঞ অফিসার- নূন্যতম ৫০ শতাংশ নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে কমিউনিকেশন/কম্পিউটার সাইন্স/ইলেকট্রনিক্স বা তথ্যপ্রযুক্তি বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এছাড়াও চার্টার্ড একাউন্টেন্ট সার্টিফিকেট অথবা পঞ্চাশ শতাংশ নম্বরের সাথে আইনি ডিগ্রি থাকলেও আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। এই পদে আবেদনের ক্ষেত্রে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যদিও আইন অফিসার পদে আবেদনের জন্য দুই বছরের আইনি অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীকে।
৫) সিনিয়র ম্যানেজার- ব্যাংক বা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতার পাশাপাশি ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বরের সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় সমতুল্য প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
চাকরির খবরঃ জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
বয়স সীমা- প্রত্যেকটি পদ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়সের পরিসীমা নিচে উল্লেখ করা হলো-
- অফিস অ্যাসিস্ট্যান্ট- ১৮ বছর থেকে ২৮ বছর,
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ১৮ বছর থেকে ৩০ বছর,
- ম্যানেজার- ২১ বছর থেকে ৩২ বছর,
- সিনিয়র ম্যানেজার- ২১ বছর থেকে ৪০ বছর।
নিয়োগ পদ্ধতি- উপরে উল্লেখিত প্রতিটি পদের জন্যই প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অফিস আসিস্ট্যান্ট পদের জন্য রিজনিং এবং নিউমেডিক্যাল এবিলিটি এর উপর সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। অপরদিকে অফিসার পদের ক্ষেত্রেও রিজনিং এবংয়ানটিটিভ এর উপর মোট ৪০ টি প্রশ্ন দেওয়া হবে। এই ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মেইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। দুটি পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ হলে তবেই কর্মী (IBPS RRB XIV Recruitment) হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
আবেদন পদ্ধতি- IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আগ্রহী ছাত্রছাত্রীদের আবেদন জানাতে হবে। দেশের গ্রামীণ ব্যাংকের এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগে (IBPS RRB XIV Recruitment) র অনলাইন আবেদন শুরু হচ্ছে ২১/০৯/২০২৫ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই www.ibps.in এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
আবেদন মূল্য:
- SC/ST/PWBD- ১৭৫ টাকা,
- অন্যান্য চাকরিপ্রার্থী- ৮৫০/- টাকা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.