WB Job Vacancy: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ রয়েছে এবার দিঘার জগন্নাথ মন্দিরে। নব নির্মিত দীঘার জগন্নাথ মন্দির ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে। এবার সেই জগন্নাথ মন্দিরের বিভিন্ন কার্যকলাপ সামলানোর জন্য যোগ্য চাকরিপ্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। চাকরির জন্য প্রতিদিন লক্ষ লক্ষ যুবক-যুবতী প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু আবেদনে ইচ্ছুক চাকরির সংখ্যা বাড়লেও চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কমে গিয়েছে। তবে এবার দিঘার জগন্নাথ মন্দিরের এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন চাকরি প্রার্থীরা। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
নিয়মকারী সংস্থা- দীঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
পদের নাম- পাবলিক রিলেশন্স ম্যানেজার।
আবেদনের যোগ্যতা-
১) আবেদনকারী চাকরিপ্রার্থীদের যে কোন বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
৩) শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের বিষয়ে চাকরি প্রার্থীর অন্ততপক্ষে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
চাকরির খবরঃ জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
কাজের বিবরণ- স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম, ডিএসডিএ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের। এর পাশাপাশি মন্দিরে আসা ভক্ত এবং পর্যটকদের অভিজ্ঞতা সম্পর্কে জানা এবং তাদের ফিডব্যাক এর সিস্টেম গড়ে তোলা, বিভিন্ন অভিযোগের সমাধান ঘটানো এবং পর্যটকদের সুবিধার জন্য উন্নত পরিষেবা দিতে হোটেল গুলির সঙ্গে সমন্বয় স্থাপন ও ব্র্যান্ডিং সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ করতে হবে কর্মীদের।
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীরা এ নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন https://jagannathdhamdigha.com/recruitment এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এক্ষেত্রে আগে থেকে আবেদন জমা করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথির সাথে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে দীঘার জগন্নাথ মন্দিরে। আগ্রহী প্রার্থীরদের জন্য ৫ই সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। ঐদিন নিজের জীবনপঞ্জি তথা বায়োডাটা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে আগ্রহী প্রার্থীদের।
ইন্টারভিউ এর স্থান- দিঘা জগন্নাথ ধামের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তৃতীয় তলার পিএমইউ অফিস।
মূলত ভক্ত এবং পর্যটকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এমন নিয়োগ করছে দীঘা জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। তাই অবশ্যই আগ্রহী চাকরিপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে এবং নিজেদের কাজের প্রমাণ দেখাতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।