LIC HFL Recruitment: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা জনপ্রিয় LIC HFL এর পক্ষ থেকে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। চাকরির জন্য বর্তমানে বিপুল সংখ্যক প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন অথচ সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও যোগ্যতা অনুসারে চাকরিপ্রার্থীরা যথাযথ চাকরি পাচ্ছেন না। তবে এবারের ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীদের আবেদনের একটি সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারি অধীনস্থ সংস্থায়। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে জানানো হলো।
নিয়োগ কারী সংস্থা- LIC হাউসিং ফিনান্স লিমিটেড বা LICHFL।
পদের নাম- অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।
মোট শূন্য পদের সংখ্যা- ১৯২ টি।
মাসিক বেতন- ১২,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের ০১/০৯/২০২৫ তারিখের মধ্যে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে স্নাতক ডিগ্রি ০১/০৯/২০২১ এর আগে শেষ করতে হবে চাকরি প্রার্থীদের।
বয়সসীমা- ০১/০৯/২০২৫ তারিখ অনুসারে আগ্রহে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের এর আগে কোনরকম সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে এই পদে আবেদন গ্রহণের সুযোগ থাকবে না।
নিয়োগ পদ্ধতি- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে, আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণরূপে এক বছরের সময়সীমার জন্য এই নিয়োগটি করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তবেই প্রশিক্ষণের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
চাকরির খবরঃ জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে সবার প্রথমে সরকারি অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনমূল্য জমা করে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই পদ্ধতি মেনে ওয়েবসাইটে নথি গুলি আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা ২৪/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
আবেদন মূল্য:
- সাধারণ চাকরিপ্রার্থী ও ওবিসি- ৯৪৪ টাকা।
- SC/ST/মহিলা চাকরিপ্রার্থী- ৭০৮ টাকা।
- শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থী- ৪৭২ টাকা।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.