কলকাতার চাকরি প্রার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ! আজকের দিনে ভারতবর্ষে বিপুল পরিমাণে যোগ্য চাকরিপ্রার্থীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অথচ তার সাথে সমান তালে বাড়ছে না শূন্য পদের সংখ্যা। সেই কারণে সরকারি এবং বেসরকারি সমস্ত চাকরির ব্যবস্থা একত্রিত করলেও লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বেকার হয়ে থাকছেন। তবে কেন্দ্রীয় সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে একাধিক সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের কলকাতার চাকরিপ্রার্থীদের জন্য এমনই একটি দুর্দান্ত কাজের সুযোগ এনে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্মার লরি এন্ড কোম্পানি লিমিটেড। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
নিয়োগ কারী সংস্থা- Balmer Lawrie & Company Limited।
পদের নাম- সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সহকারি ম্যানেজার, ম্যানেজার, জুনিয়র অফিসার এবং অফিসার।
মোট শূন্য পদের সংখ্যা- ৩৮ টি।
নিয়োগ বিবরণ- উল্লেখিত পদগুলিতে স্থায়ী এবং চুক্তিভিত্তিক উভয় হিসাবেই নিয়োগ করা হবে যোগ্য চাকরি প্রার্থী। পদের চাহিদা অনুযায়ী এই পদগুলিতে নিয়োগ করা হবে। চুপকে ভিত্তিক পদগুলিতে মোট তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।
চাকরির খবরঃ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ
কাজের বিভাগ- লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, গ্রিজেস এন্ড লুব্রিক্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ট্রাভেল এন্ড ভ্যাকেশন, মার্কেটিং, সেলস, ডেসপ্যাচ, কেমিক্যাল সহ একাধিক বিভাগের চাকরির সুযোগ মিলবে যোগ্য চাকরিপ্রার্থীদের।
কর্মস্থান- কলকাতার পাশাপাশি চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে তাদের দিল্লি, মুম্বাই, চিত্তর, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, বরোদা, সিলভাসা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে কর্মস্থল হতে পারে।
মাসিক বেতন- উল্লেখিত পদগুলিতে নিয়োগের পর পোস্টিং এর স্থান অনুসারে নিযুক্ত কর্মীদের বেতন নির্ধারণ করা হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ৩৭০৩৫ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১১৭৩৯৮ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা।
চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
বয়স সীমা- কোম্পানির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে যোগ্যতা অনুসারে এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। এর জন্য পদের হিসাব অনুসারে বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পৃথক রয়েছে। কোন কোন পদের ক্ষেত্রে ২৭ বছর পর্যন্ত আবার কোন ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী জুনিয়র অফিসার পদের চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যদিও অন্যান্য অভিজ্ঞতা সম্পন্ন পদের জন্য বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা এবং অন্যান্য পেশাগত যোগ্যতার প্রয়োজন হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে এবং তার সাথে অবশ্যই প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দিতে হবে। চাকরি প্রার্থীরা ০৩/১০/২০২৫ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- এই ক্ষেত্রে পদের প্রকারভেদ অনুসারে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।