WBPDCL Recruitment: পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এবার দুর্দান্ত সুখবর ঘোষনা করলো রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন বা WBPDCL দপ্তর। সম্প্রতির সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে যোগ্য কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা ২২শে সেপ্টেম্বর থেকে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
নিয়োগ কারী সংস্থা- ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBPDCL।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার।
শূন্য পদের সংখ্যা- ৮৩ টি।
চুক্তির সময়সীমা- ৩ বছর।
মাসিক বেতন- উপরে উল্লেখিত পদগুলিতে নিয়োগের পর নিযুক্ত কর্মীরা পদের তারতম্য অনুসারে মাসিক বেতন পাবেন। এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের মাসিক পারিশ্রমিক নূন্যতম ৪১ হাজার টাকা অথবা ৬৩ হাজার টাকা হতে পারে। যদিও পদ অনুসারে বেতনের বিভাজন ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের।
চাকরির খবরঃ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ
বয়স সীমা- আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের চাকরি প্রার্থীরা ৩৭ বছর পর্যন্ত, অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা ৩৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:
১) জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লমা ডিগ্রী এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
২) অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রী থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এই পদের ক্ষেত্রে এক বছর থেকে ১০ বছরের কোল মাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ওয়েলফেয়ার অফিসার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী এবং দুই বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তার ডিগ্রী থাকতে হবে এবং কয়লা খনিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪) কলিয়ারী ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি এবং এক বছর থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা।
৬) সার্ভেয়ার- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে খনি ছাড়বে বিষয়ের ডিপ্লোমা ডিগ্রি এবং ১ বছর থেকে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- উপরে উল্লেখিত পদগুলির জন্য যোগ্য কর্মীদের ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে। এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের।
আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি গুলি আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আবেদন জানানোর আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নেবেন। চাকরি প্রার্থীরা ১৩ই অক্টোবর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.