SMP Kolkata Recruitment: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে দুর্দান্ত নিয়োগের সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতায় চুক্তিভিত্তিক পদে শ্যামাপ্রসাদ মুখার্জির বন্দরের মেরিন দপ্তরে নিয়োগ করা হবে। নিযুক্ত কর্মীদের প্রতি মাসের বেতন শুরু হবে ৩৫ হাজার টাকা থেকে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি ভালোভাবে বুঝে নেওয়ার জন্য শেষ পর্যন্ত পড়ে নিন আজকের প্রতিবেদনটি।
নিয়োগ কারী সংস্থা- শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা।
পদের নাম- Seacunny।
শূন্য পদের সংখ্যা- ২ টি।
চুক্তির সময়সীমা- ৩ বছর।
মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের সব সুযোগ-সুবিধা এবং অতিরিক্ত ভাতা মিলিয়ে মোট ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
বয়স সীমা- ০১/০১/২০২৫ তারিখ অনুসারে আগ্রহী ছাত্রীপ্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের ইংল্যান্ড মাস্টার বিষয়ে অন্ততপক্ষে সেকেন্ড ক্লাসের সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
পূর্ব অভিজ্ঞতা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থীদের জাহাজ ডেকের কর্মচারী হিসাবে অন্ততপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা না থাকলে এই পদে আবেদন জানানো যাবে না।
চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদনের পর বন্দর কর্তৃপক্ষের তরফে যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের লিখিত পরীক্ষা/দক্ষতা পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়োগের কোন পদ্ধতিটি ব্যবহার করা হবে, তা সম্পূর্ণরূপে নির্ভর করবে নিয়োগ কারী সংস্থা এবং আবেদনকারীর সংখ্যার উপর।
আবেদন পদ্ধতি- আবেদনে আগ্রহী সমস্ত চাকরি প্রার্থীকে সবার আগে নীচে দেওয়ার লিংক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চুক্তির বিষয়ে ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। এরপর সম্পূর্ণরূপে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর একে একে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথির জেরক্স কপি স্বাক্ষরিত অবস্থায় একটি মুখবন্ধ খামে ভরে জমা করতে হবে। আবেদনের খামের উপর “Application for engagement as Sounding Supervisor-cum-Draftsman (on contract)” -এটি লিখে তবেই জমা করতে হবে। চাকরিপ্রার্থীরা ২৪/১০/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Director, Marine Department, Syama Prasad Mookerjee Port, Kolkata, at 15, Strand Road, Kolkata 700001
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.