এক নজরে
WBPDCL Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি দারুণ সুযোগ পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বহু শূন্যপদ। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগকারী সংস্থা- ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)।
পদের নাম ও বিবরণ:
১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিএস) – প্রবেশনার:
মেকানিক্যাল
- মোট শূন্যপদ- ৪৮ টি।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন ৪ বছরের বি.ই./ বি.টেক. ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম.টেক / ডুয়াল – ডিগ্রি বি.টেক– এম.টেক. প্রোগ্রাম / বি.এসসি – বি.টেক. / বি.টেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইউজিসি অথবা এআইসিটিই অথবা আইআইটি / এনআইটি কর্তৃক অনুমোদিত কোনো ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল / পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকাও আবশ্যক।
ইলেকট্রিক্যাল
- মোট শূন্যপদ- ৩৭ টি।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন ৪ বছরের বি.ই. অথবা বি.টেক. ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম.টেক / ডুয়াল – ডিগ্রি বি.টেক– এম.টেক. প্রোগ্রাম / বি.এসসি – বি.টেক. / বি.টেক ডিগ্রি এবং ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ইউজিসি অথবা এআইসিটিই অথবা আইআইটি / এনআইটি কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
ইন্সট্রুমেন্টেশন
- মোট শূন্যপদ- ৩৭ টি।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন ৪ বছর বি.ই. অথবা বি.টেক. ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম.টেক / ডুয়াল – ডিগ্রি বি.টেক– এম.টেক. প্রোগ্রাম / বি.এসসি – বি.টেক. / বি.টেক ডিগ্রী ও ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ইউজিসি অথবা এআইসিটিই অথবা আইআইটি / এনআইটি কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন/ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতনক্রম- মূল বেতন হবে ৫৬,১০০/- টাকা।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) -প্রবেশনার:
- মোট শূন্যপদ- ০৯ টি।
- শিক্ষাগত যোগ্যতা- পূর্ণকালীন ৪ বছরের বি.ই. / বি. টেক. / ইন্টিগ্রেটেড এম. টেক. / দ্বৈত-ডিগ্রি বি. টেক. -এম.টেক. / বি.এসসি. – বি. টেক. / বি. টেক ডিগ্রী এবং ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ইউজিসি অথবা এআইসিটিই অথবা আইআইটি / এনআইটি কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- বেতনক্রম- মূল বেতন হবে ৫৬,১০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ) -প্রবেশনার:
- মোট শূন্যপদ- ১৭ টি।
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক। পার্সোনেল ম্যানেজমেন্ট / আইআর / এইচআর-এ ২ বছরের পূর্ণকালীন এমবিএ/ এমএইচআরএম। অথবা ইউজিসি/ এআইসিটিই কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট / আইআর / এইচআর-এ বিশেষজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি / ডিপ্লোমা।
- বেতনক্রম- মূল বেতন হবে ৫৬,১০০/- টাকা।
৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) -প্রবেশনার:
- মোট শূন্যপদ- ১৯টি।
- শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় / এআইসিটিই কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট অথবা আইআইটি / এনআইটি থেকে ল্যাটারাল এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে পূর্ণকালীন ৪ বছরের বি.ই. অথবা বি.টেক. ডিগ্রি / ইন্টিগ্রেটেড এম.টেক. / ডুয়াল-ডিগ্রী বি.টেক. – এম.টেক. / বি.এসসি – বি.টেক. / বি.টেক. আইটি এবং কম্পিউটার সায়েন্সে।
- বেতনক্রম- মূল বেতন হবে ৫৬,১০০/- টাকা।
৫. সেফটি অফিসার:
- মোট শূন্যপদ- ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা-
- প্রার্থীদের এআইসিটিই কর্তৃক অনুমোদিত যেকোনো সরকারী স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেফটি/ প্রোডাকশন/ মেন্টেনেন্স বিভাগের অধীনে কোনো কারখানায় সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অথবা, সরকারী স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতক এবং সেফটি/ প্রোডাকশন/ মেন্টেনেন্স বিভাগের অধীনে কোনো কারখানায় সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অথবা, রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির যেকোনো শাখায় ডিপ্লোমা থাকতে হবে এবং সেফটি/ প্রোডাকশন/ মেন্টেনেন্স বিভাগের অধীনে কোনো কারখানায় সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতনক্রম- মূল বেতন হবে ৫৬,১০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৬. অপারেশন এন্ড মেন্টেনেন্স সুপারভাইজার-প্রবেশনার:
মেকানিক্যাল
- মোট শূন্যপদ- ১৪টি।
- শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিষদ / এআইসিটিই কর্তৃক অনুমোদিত যেকোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যালে পূর্ণকালীন ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা।
ইলেকট্রিক্যাল
- মোট শূন্যপদ- ০৬টি।
- শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিষদ / এআইসিটিই কর্তৃক অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ পূর্ণকালীন ডিপ্লোমা অথবা পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে ডিপ্লোমা।
বেতনক্রম- মূল বেতন হবে ৩৬,৮০০/- টাকা।
৭. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) -প্রবেশনার:
- মোট শূন্যপদ- ১৮টি।
- শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পরিষদ/ এআইসিটিই কর্তৃক অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণকালীন ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা।
- বেতনক্রম- মূল বেতন হবে ৩৬,৮০০/- টাকা।
৮. কেমিস্ট – প্রবেশনার:
- মোট শূন্যপদ- ২৫টি।
- শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বি.এসসি।
- বেতনক্রম- মূল বেতন হবে ৩৬,৮০০/- টাকা।
৯. ড্রাফটসম্যান:
- মোট শূন্যপদ- ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা- এনসিভিটি/ এসসিভিটি দ্বারা স্বীকৃত যেকোনো আইটিআই থেকে ড্রাফটসম্যান (সিভিল/মেকানিক্যাল) ট্রেডে ২ বছরের পূর্ণকালীন ট্রেড সার্টিফিকেট সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং সিএডি/সিএএম সম্পর্কে জ্ঞান।
- বেতনক্রম- মূল বেতন হবে ২৩,৪০০/- টাকা।
১০. অফিস এক্সিকিউটিভ:
- মোট শূন্যপদ- ৪০টি।
- শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৫০% নম্বর সহ স্নাতক অথবা যেকোনো নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট কোর্স / অন্য যেকোনো কোর্স সহ স্নাতক।
- বেতনক্রম- মূল বেতন হবে ২৯,০০০/- টাকা।
১১. অপারেটর / টেকনিশিয়ান – প্রবেশনার:
ফিটার
- মোট শূন্যপদ- ১৪০টি।
- শিক্ষাগত যোগ্যতা- জাতীয় শিক্ষানবিশ সার্টিফিকেট (3 বছর মেয়াদী) অথবা, ফিটার ট্রেডে এনসিভিটি দ্বারা স্বীকৃত যেকোনো আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট (2 বছর পূর্ণকালীন) / ব্রড বেসড বেসিক ট্রেনিং [৬ মাসের স্পেশাল মডিউল এবং ৬ মাসের অ্যাডভান্সড মডিউল সহ ১ বছর ব্রড বেসড বেসিক ট্রেনিং] সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা।
- বেতনক্রম- মূল বেতন হবে ২৩,৪০০/- টাকা।
ইলেক্ট্রিশিয়ান
- মোট শূন্যপদ– ৬০টি।
- শিক্ষাগত যোগ্যতা- জাতীয় শিক্ষানবিশ সার্টিফিকেট (3 বছর মেয়াদী) অথবা, ইলেক্ট্রিশিয়ান ট্রেডে এনসিভিটি দ্বারা স্বীকৃত যেকোনো আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট (2 বছর পূর্ণকালীন) / ব্রড বেসড বেসিক ট্রেনিং [৬ মাসের স্পেশাল মডিউল এবং ৬ মাসের অ্যাডভান্সড মডিউল সহ ১ বছর ব্রড বেসড বেসিক ট্রেনিং] সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা।
- বেতনক্রম- মূল বেতন হবে ২৩,৪০০/- টাকা।
১২. অ্যাসিস্ট্যান্ট টিচার (হাই স্কুল):
- সংস্কৃত (০২)
- এডুকেশন (০১)
- ইংলিশ (০৪)
- বায়োলজি (০২)
- ম্যাথেমেটিক্স (০৩)
- ইতিহাস (০২)
- ফিজিক্যাল এডুকেশন (০১)
- বাংলা (০২)
- ভূগোল (০১)
- পদার্থবিদ্যা (০১)
- রসায়নবিদ্যা (০৩)
- ফিলোজফি (০১)
- শিক্ষাগত যোগ্যতা- শারীরিক শিক্ষা ব্যতীত সহকারী শিক্ষকের জন্য ইউজিসি/ এআইসিটিই কর্তৃক স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট স্তরে কমপক্ষে ৫০% নম্বর সহ প্রাসঙ্গিক বিষয়ে সম্মান স্নাতক/ মাস্টার্স ডিগ্রি এবং এনসিটিই কর্তৃক স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে বি.এড.।
- সহকারী শিক্ষক-শারীরিক শিক্ষা, যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ সম্মান স্নাতক এবং এনসিটিই দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে বি.পি এড.। অথবা ইউজিসি/ এনসিটিই দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ ৫ বছরের ইন্টিগ্রেটেড বি.পি এড.।
১৩. লাইব্রেরিয়ান (WBPDCL Recruitment):
- মোট শূন্যপদ- ০২টি।
- শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি।
- বেতনক্রম- মূল বেতন হবে ৩২,১০০/- টাকা।
বয়সসীমা- অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স ০১.০৯.২০২৫ তারিখে ৩২ বছর হতে বয়স। এসসি/এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন মূল্য- সাধারণ/ ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য ১০০০/- টাকা। এসসি/ এসটি/ ইসি/ পিডব্লিউবিডি/ যোগ্য ডব্লিউবিপিডিসিএল ঠিকাদার কর্মী এবং ডব্লিউবিপিডিসিএল বিভাগীয় প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবেনা।
আবেদন পদ্ধতি- WBPDCL Recruitment এর জন্য ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা www.wbpdcl.co.in ওয়েবসাইটের ‘ক্যারিয়ার সেকশন’ থেকে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২২.০৯.২০২৫ থেকে, এবং আবেদনের পোর্টাল ১৩.১০.২০২৫ পর্যন্ত খোলা থাকবে। আবেদন ফি দেওয়ার শেষ তারিখ ১৩.১০.২০২৫।
নিয়োগ প্রক্রিয়া-
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিএস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচারএন্ডএ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) এবং সেফটি অফিসার। উল্লিখিত পদগুলির জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
- ওএন্ডএম সুপারভাইজার, এসএই (সিভিল), কেমিস্ট, ড্রাফটসম্যান, অপারেটর/ টেকনিশিয়ান এন্ড লাইব্রেরিয়ান। উল্লিখিত পদগুলির জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারে সম্মিলিত পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে।
- অফিস এক্সিকিউটিভ: ‘অফিস এক্সিকিউটিভ’ পদের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার-দক্ষতা পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
- সহকারী শিক্ষক: ‘সহকারী শিক্ষক’ পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শ্রেণী প্রদর্শনী পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
অন্যান্য তথ্য- সমস্ত পদের জন্যে ব্যক্তিগত সাক্ষাৎকার কলকাতায় অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কি আছে, প্রতিটি পদের জন্যে পরীক্ষার সিলেবাস কেমন হবে, প্রতিটি টেস্ট কত মার্কের হবে এই সমস্তকিছু আরও বিস্তারিতভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।