WB District Job: স্বাস্থ্য ক্ষেত্রে যাঁরা কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য একটি দারুণ সুখবর! পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রাজ্যের একটি জেলায় বিশেষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদের জন্য আপনি যোগ্য কিনা নিন সে সম্পর্কে জেনে নিন আজকের এই প্রতিবেদনে। এবং যোগ্য হলে দ্রুত করে ফেলুন আবেদন।
নিয়োগকারী সংস্থা- ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি।
পদের নাম- ডিস্ট্রিক্ট ম্যানেজার (কোয়ালিটি অ্যাসুউরেন্স)।
মোট শূন্যপদ- ০১ টি।
পোস্টিং- রামপুরহাট।
বেতন- নিযুক্ত প্রার্থীদের বেতন হবে ৪০,০০০/- টাকা।
বয়সসীমা- ০১.০১.২০২৫ তারিখ অনুসারে, আবেদনাকরীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। নানান সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা-
- এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিং গ্রাজুয়েট সঙ্গে হসপিটাল এডমিনিস্ট্রেশন/ হেল্থ ম্যানেজমেন্ট -এ মাস্টার।
- পাশাপাশি, পাবলিক হেল্থ/ হসপিটাল এডমিনিস্ট্রেশন -এ ২ বছরের অভিজ্ঞতা।
- NABMSO 9001:2000/ Six Sigma/ Lean/ Kaizen -এর মতো স্বীকৃত মান ব্যবস্থা বাস্তবায়নে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
- হেল্থ কোয়ালিটি -এক্ষেত্রে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবে।
- আবেদন মূল্য- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০ টাকা। অন্যান্য সকল প্রার্থীদের জন্য ১০০ টাকা। আবেদনকারীরা শুধুমাত্র নেট ব্যাঙ্কিং/ ইউপিআই পেমেন্ট/ ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- শুধুমাত্র অনলাইন আবেদনপত্র গ্রহণ করা হবে।
- আবেদনপত্র সঠিকভাবে পূরণ না করা অথবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে।
- আবেদনকারীর জমা দেওয়া অনলাইন আবেদনের বিবরণ যদি মূল সাক্ষ্যপ্রমাণের সাথে ভিন্ন হয়, তাহলে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে।
- অনলাইন আবেদনের সময় যদি সঠিক স্বাক্ষর এবং ছবি আপলোড না করা হয়, তাহলে সেই আবেদনপত্রও বাতিল বলে গণ্য হবে।
- উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলেই প্রার্থী নির্বাচনের জন্য আবেদন করতে পারবেন।
- বিজ্ঞাপন প্রকাশের সময় বা তার আগে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে।
- অনলাইন আবেদন জমা দেওয়ার তারিখের আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র গ্রহণ করা হবে।
আবেদন পদ্ধতি-
- অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের হার্ড কপি/ প্রিন্ট কপি https://hr.wbhealth.gov.in/ -এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।
- নিয়োগ সম্পর্কিত কোনোপ্রকার সংযোজন কিংবা আপডেট থাকলে তা স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এবং বীরভূম জেলার অফিসের ওয়েবসাইট www.birbhum.nic.in -এ প্রকাশ করা হবে।
- সফলভাবে অর্থ প্রদানের পর, প্রার্থীদের চূড়ান্ত আবেদন জমা দেওয়ার জন্য পুনরায় লগইন করতে হবে। নিবন্ধন/ আবেদন প্রক্রিয়া চলাকালীন পপ-আপ গ্রহণ করা হবে। অনুগ্রহ করে একাধিকবার ফি জমা দেবেন না।
- আবেদনকারীরা https://hr.wbhealth.gov.in/ -এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া- যোগ্য প্রার্থীকে ৪ টি ধাপে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা: ৫০ নম্বর
- কম্পিউটার টেস্ট: ৪০ নম্বর
- ইন্টারভিউ: ১০ নম্বর
- মোট নম্বর: ১০০ নম্বর
শেষে নির্বাচনী কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে।
পদে নবনিযুক্ত প্রার্থীকে কোন কোন দায়িত্ব পালন করতে হবে, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের বিষয় কেমন হবে সে সম্পর্কে আরও খুঁটিনাটি জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.