Punjab-Sindh Bank Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক সম্প্রতি দুটি বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনিও যদি ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক হন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করেন, তবে এই নিয়োগ আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে, Exam Bangla‘র এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা- পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)
পদের বিবরণ:
১. ক্রেডিট ম্যানেজার:
- স্কেল- এমএমজিএস২
- মোট শূন্যপদ- ১৩০ টি
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (মোট নম্বর ন্যূনতম ৬০%, এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লিউবিডির জন্য ৫৫%)। অথবা, ভারতের সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান/ বোর্ড থেকে সিএ/ সিএমএ/ সিএফএ/ এমবিএ (ফাইন্যান্স) এর মতো পেশাগত যোগ্যতা।
- অভিজ্ঞতা- ব্রাঞ্চ ম্যানেজার/ ক্রেডিট অ্যাপ্রসাল অথবা তফসিলি বাণিজ্যিক ব্যাংকে প্রসেসিংয়ের ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের যোগ্যতা-পরবর্তী অভিজ্ঞতা।
ক্রেডিট ম্যানেজারের কাজ-
- গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং গ্রাহক অধিগ্রহণ
- ঋণ পরিচালনা
- বিক্রয় ও ব্যবসা উন্নয়ন
- শাখা ব্যবস্থাপনা ও পরিচালনা
- কর্তৃপক্ষ/ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ভূমিকা।
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
২. এগ্রিকালচার ম্যানেজার
- স্কেল- এমএমজিএস২
- মোট শূন্যপদ- ৬০ টি
- শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার/ ডেয়ারি/ অ্যানিমেল হাজবেন্ডারি/ ফরেস্ট্রি/ ভেটেনারি সায়েন্স/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ পিসকিকালচার বিষয়ে স্নাতক ডিগ্রি। অথবা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো সমমানের যোগ্যতা (মোট ন্যূনতম ৬০% নম্বর, এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লিউডি-র জন্য ৫৫%)।
- অভিজ্ঞতা- যেকোনো তফসিলি বাণিজ্যিক ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ্যতা অর্জনের পর (প্রাসঙ্গিক ক্ষেত্রে) কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা।
এগ্রিকালচার ম্যানেজারের কাজ-
- গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং গ্রাহক অধিগ্রহণ,
- কৃষি অর্থায়নের প্রচার ও পরিচালনা,
- কৃষি সম্পর্কিত সরকারি প্রকল্পগুলিকে সহজতর করা,
- শাখা ব্যবস্থাপনা ও পরিচালনা,
- কর্তৃপক্ষ/ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ভূমিকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীর জন্ম ০২.০৯.১৯৯০ থেকে ০১.০৯.২০০২ সালের মধ্যে হতে হবে (উভয় তারিখ অন্তর্ভুক্ত)। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া- যোগ্য প্রার্থীকে শুধুমাত্র ব্যাংকের ওয়েবসাইট https://punjabandsindbank.co.in/ -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণযোগ্য নয়।
রেজিস্ট্রেশন –এর জন্যে ব্যাংকের ওয়েবসাইট https://punjabandsindbank.co.in/ এ লগ ইন করুন এবং হোম পেজে “রিক্রুটমেন্ট” লিঙ্কের অধীনে প্রাসঙ্গিক বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
আবেদন মূল্য- এসসি/ এসটি/ পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১০০ টাকা + ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ।
সাধারণ, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য ৮৫০ টাকা + ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া- প্রার্থীদের চারটি ধাপে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা
- স্ক্রিনিং
- ব্যক্তিগত সাক্ষাৎকার
- চূড়ান্ত মেধা তালিকা
পরীক্ষার সিলেবাস:
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ- ২০
- জেনারেল অ্যাওয়ারনেস- ২০
- প্রফেশনাল নলেজ- ৬০
- মোট নম্বর- ১০০
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-
- বন্ডের পরিমাণ সংশ্লিষ্ট কর্মকর্তার স্কেলে ৩ মাসের মোট বেতনের (ইনিশিয়াল বেসিক + ডিএ + বিশেষ ভাতা + বিশেষ ভাতার উপর ডিএ) সমতুল্য হবে।
- আবেদনকারীকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে।
- ১ জানুয়ারী ১৯৬২ সালের আগে ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আসা নেপাল, ভুটান কিংবা তিব্বতি শরণার্থী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- প্রতিবন্ধী প্রার্থীদের নানান সুযোগ-সুবিধা, রাজ্য অনুযায়ী এক্সাম সেন্টার, প্রয়োজনীয় নথি, পেমেন্টের নির্দেশাবলীসহ আরও অন্যান্য বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.