SI Recruitment 2025: পুজোর শুরুতেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্যে বিরাট বড়ো সুখবর! সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন বিরাট শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) দিল্লি পুলিশ -এর সাব-ইন্সপেক্টর এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPFs)-এর সাব-ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আপনিও যদি পুলিশ বা সেন্ট্রাল আর্মড ফোর্সেস -এ যোগদান করে দেশের সেবা করতে আগ্রহী হন, তাহলে এই সুযোগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে Exam Bangla‘র আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা- স্টাফ সিলেকশন কমিশন (SSC)
১. পদের নাম ও শূন্যপদ
১.১ দিল্লি পুলিশ সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ)
- পুরুষ: ১৪২ টি
- মহিলা: ৭০ টি
২. পদের নাম ও শূন্যপদ
২.১ সাব-ইন্সপেক্টর (জিডি) সিএপিএফ
- সিআরপিএফ (১০২৯ টি)
- বিএসএফ (২২৩ টি)
- আইটিবিপি (২৩৩ টি)
- সিআইএসএফ (১২৯৪ টি)
- এসএসবি (৮২ টি)
বয়সসীমা- ০১.০৮.২০২৫ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনের যোগ্য হওয়ার জন্য প্রার্থীর জন্ম ০২.০৮.২০০০ থেকে ০১.০৮.২০০৫ সালের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন; তবে তাদের অবশ্যই আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বা তার আগে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে।
বেতনক্রম-
- সিএপিএফ -এ সাব-ইন্সপেক্টর (জিডি): লেভেল-৬ অনুযায়ী এই পদের বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা। এটি গ্রুপ ‘বি’ (অ-গেজেটেড), অ-মন্ত্রণালয় হিসেবে শ্রেণীবদ্ধ।
- দিল্লি পুলিশ সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) – (পুরুষ/মহিলা): লেভেল-৬ অনুযায়ী এই পদের বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা। এটি দিল্লি পুলিশ কর্তৃক গ্রুপ ‘সি’ হিসেবে শ্রেণীবদ্ধ।
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ-
- অনলাইনে আবেদনের শেষ তারিখ- ১৬.১০.২০২৫; বৃহস্পতিবার।
- অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ- ১৭.১০.২০২৫; শুক্রবার।
- আবেদনপত্রের কারেকশন উইন্ডো এবং অনলাইন পেমেন্টের কারেকশন চার্জের তারিখ- ২৪.১০.২০২৫ থেকে ২৬.১০.২০২৫।
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচী- নভেম্বর-ডিসেম্বর, ২০২৫।
আবেদন মূল্য- সকল প্রার্থীর জন্য ১০০/- টাকা। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং প্রাক্তন সৈনিকদের প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া- যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://ssc.gov.in -এ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এবং পরবর্তীতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া- নিম্নোক্ত ধাপে প্রার্থীদের নিয়ে করা হবে
পেপার-১ পরীক্ষা
- ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট
- ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট
পেপার-২ পরীক্ষা
- ডিটেইলেড মেডিক্যাল এক্সামিনেশন
- ডকুমেন্ট ভেরিফিকেশন
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
পরীক্ষার সিলেবাস
১. পেপার-১
- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং: ৫০ নম্বর
- জেনারেল নলেজ এন্ড জেনারেল অ্যাওয়ারনেস: ৫০ নম্বর
- কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউ: ৫০ নম্বর
- ইংলিশ কম্প্রিহেনশন: ৫০ নম্বর
২. পেপার-২
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন: ২০০ নম্বর
অন্যান্য তথ্য-
- প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- পেপার-১ এবং পেপার-২ -এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ থাকবে।
- এনসিসি এ, বি, সি সার্টিফিকেট থাকা ব্যক্তিদের যথাক্রমে ২%, ৩% এবং ৫% বোনাস মার্কস দেওয়া হবে।
ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ, অন্যান্য পারিপার্শ্বিক যোগ্যতা, আবেদন ও পেমেন্ট করার বিস্তারিত নির্দেশাবলী, শারীরিক মাপদণ্ড, পরীক্ষা সেন্টার এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.