RRB NTPC Recruitment 2025: ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে আবারো বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! রেলে নিয়োগের অন্যতম জনপ্রিয় পরীক্ষা NTPC বা নন-টেকনিকাল পপুলার ক্যাটাগরিস এর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
নোটিফিকেশন নম্বর- 06/2025 ও 07/2025
পদের নাম- NTPC গ্রাজুয়েট ও NTPC আন্ডার গ্রাজুয়েট।
সম্ভাব্য শূন্যপদের সংখ্যা- ৮০৫০ টি।
NTPC গ্রাজুয়েট:
- Station Master- ৬১৫
- Traffic Assistant (Metro Railway)- ৫৯
- Chief Commercial cum Ticket Supervisor (CCTS)- ১৬১
- Junior Account Assistant cum Typist (JAA)- ৯২১
- Senior Clerk cum Typist- ৬৩৮
- Goods Train Manager- ৩৪২৩
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
NTPC আন্ডার গ্রাজুয়েট:
- Junior Clerk cum Typist- ১৬৩
- Accounts Clerk cum Typist- ৩৯৪
- Trains Clerk- ৭৭
- Commercial cum Ticket Clerk- ২৪২৪
শিক্ষাগত যোগ্যতা- রেলের বিভিন্ন পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েট পদগুলোতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। অপরদিকে আন্ডার গ্রাজুয়েট পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই আগ্রহী প্রার্থীদের টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
বয়স সীমা- রেলের গ্রাজুয়েট পদে আবেদনে জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে। আন্ডার গ্রাজুয়েট পদে আবেদনে জন্য বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৬ বছর মধ্যে।
বেতন ক্রম- চাকরি প্রার্থীদের উল্লেখিত পদগুলির জন্য পদের বিভেদ অনুসারে কেন্দ্রীয় সরকারি বেতন ক্রমে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত বুঝে নেওয়ার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
আবেদন- দুটি বিভাগের ক্ষেত্রেই সম্পূর্ণ অনলাইনে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন না চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের জন্য শর্ট নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে, এই মাস থেকেই আবেদন গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
- গ্রাজুয়েট লেভেল আবেদন গ্রহণ- ২১/১০/২০২৫-২০/১১/২০২৫
- আন্ডার গ্রাজুয়েট লেভেল আবেদন গ্রহণ- ২৮/১০/২০২৫-২৭/১১/২০২৫