Group C Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর! সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ডিজি ইএমই -এর তরফে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা যোগ্য প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ রয়েছে। সুস্থায়ী এবং সম্মানজনক কর্মজীবনের সন্ধানে থাকা চাকরিপ্রার্থীদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তাই আপনিও যদি যোগ্য হন তাহলে, সময় থাকতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, এবং নির্বাচন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিশদভাবে জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা- ইন্ডিয়ান আর্মি, ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই)
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। বয়সসীমা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ তারিখ হল আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ। নির্দিষ্ট কিছু শ্রেণী অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ-
- আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে ০৪.১০.২০২৫।
- অফলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল এমপ্লয়মেন্ট সংবাদে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ২১ দিন (রবিবার এবং ছুটির দিন সহ)।
মোট শূন্যপদ- ১৯৪ টি।
প্রতিষ্ঠান ইউনিট- আবেদনপত্র পাঠানোর জন্য প্রতিষ্ঠানের ইউনিট/ডাক ঠিকানা ও শূন্যপদ:
- কমান্ড্যান্ট, ৫০৫ আর্মি বেস ওয়ার্কশপ, দিল্লি: ২০টি শূন্যপদ।
- কমান্ডিং অফিসার, স্টেশন ওয়ার্কশপ ইএমই, দিল্লি ক্যান্টনমেন্ট: ৩টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫০৬ আর্মি বেস ওয়ার্কশপ, জবলপুর, মধ্যপ্রদেশ: ১৩টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫০৭ আর্মি বেস ওয়ার্কশপ ইএমই, কাঁকিনাড়া, পশ্চিমবঙ্গ: ৩টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫০৮ আর্মি বেস ওয়ার্কশপ, ছেওকি, উত্তরপ্রদেশ: ৩১টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫০৯ আর্মি বেস ওয়ার্কশপ, আগ্রা, উত্তরপ্রদেশ: ১২টি শূন্যপদ।
- কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, ডিটাচমেন্ট বেস ওয়ার্কশপ গ্রুপ (কোয়ালিটি), সিওডি আগ্রা, উত্তরপ্রদেশ: ১টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫১০ আর্মি বেস ওয়ার্কশপ, মিরাট ক্যান্টনমেন্ট, উত্তরপ্রদেশ: ২৫টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫১২ আর্মি বেস ওয়ার্কশপ, কিরকি, পুনে, মহারাষ্ট্র: ১১টি শূন্যপদ।
- কমান্ড্যান্ট, ৫১৫ আর্মি বেস ওয়ার্কশপ, উলসুর, বেঙ্গালুরু, কর্ণাটক: ১১টি শূন্যপদ।
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
পদের নাম এবং বিবরণ- প্রতিষ্ঠান ইউনিটের অন্তর্ভক্ত নানান পদ রয়েছে।
- লোয়ার ডিভিশন ক্লার্ক
- ফায়ারম্যান
- ভেহিকল মেকানিক (আর্মড ফাইটিং ভেহিকল), হাইলি স্কিলড-২
- ফিটার (স্কিলড)
- ওয়েল্ডার (স্কিলড)
- ট্রেডসম্যান মেট
- ওয়াশারম্যান Upholster
- কুক
- ইলেকট্রিশিয়ান (পাওয়ার), হাইলি স্কিলড-২
- টেলিকম মেকানিক, হাইলি স্কিলড-২
- আপহোলস্টার (স্কিলড)
- স্টোরকিপার
- মেশিনিস্ট (দক্ষ)
- টিন এন্ড কপার স্মিথ (স্কিলড)
- ইঞ্জিনিয়ারিং ইক্যুইপমেন্ট মেকানিক (হাইলি স্কিলড-২)
- টেলিফোন অপারেটর গ্রেড-২
বেতনক্রম- নবনিযুক্ত প্রার্থীদের ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন হবে:
- পে ম্যাট্রিক্স লেভেল ৪: ৫,২০০ থেকে ২০,২০০/- টাকা, গ্রেড পে ২৪০০/- টাকা।
- পে ম্যাট্রিক্স লেভেল ৩: ৫,২০০ থেকে ২০,২০০/- টাকা, গ্রেড পে ২০০০/- টাকা।
- পে ম্যাট্রিক্স লেভেল ২: ৫,২০০ থেকে ২০,২০০/- টাকা, গ্রেড পে ১৯০০/- টাকা।
- পে ম্যাট্রিক্স লেভেল ১: ৫,২০০ থেকে ২০,২০০/- টাকা, গ্রেড পে ১৮০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে একাধিক পদের কথা উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী পদের উপর নির্ভর করে যোগ্যতা পরিবর্তিত হবে।
আবেদন মূল্য- বিজ্ঞপ্তিতে আবেদন মূল্যের উল্লেখ নেই।
আবেদন প্রক্রিয়া- প্রার্থীদের বিজ্ঞাপনে প্রদত্ত নির্ধারিত ফর্ম্যাট ব্যবহার করে A4 আকারের কাগজে তাদের আবেদনপত্র টাইপ করতে হবে। আবেদনপত্র, একটি স্ব-ঠিকানাযুক্ত খাম (১০.৫ সেমি × ২৫ সেমি) এবং ৫ টাকার ডাকটিকিট সহ, সাধারণ ডাকযোগে নির্বাচিত পদের জন্য নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র হাতে গ্রহণ করা হবে না। খামের উপরে “_______ পদের জন্য আবেদন” লিখে রাখতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া- প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপে। একটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে একটি দক্ষতা পরীক্ষা এবং/ অথবা প্রযোজ্য ক্ষেত্রে একটি শারীরিক পরীক্ষা থাকবে।
লিখিত পরীক্ষা: অফলাইনে অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে। ১৫০ টি প্রশ্ন থাকবে মোট ১৫০ নম্বরের। সময় দুই ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বরের নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি দুটি ভাষায় হবে।
পদ অনুযায়ী দক্ষতা/ শারীরিক পরীক্ষা হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-
- প্রার্থীরা শুধুমাত্র একটি ট্রেডের জন্য এক স্থানে আবেদন করতে পারবেন।
- শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে এবং নিয়োগকর্তা বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন করতে পারেন।
- নির্বাচিত প্রার্থীদের নানা সরকারি নিয়ম এবং সাংগঠনিক স্বার্থের ভিত্তিতে যেকোনো ইউনিট বা স্থানে পোস্ট করা হতে পারে।
- প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য তাদের নিজস্ব কলম, পেন্সিল এবং ক্লিপবোর্ড আনতে হবে।
- নথি যাচাইয়ের প্রথম দিনে বায়োমেট্রিক বিবরণ সংগ্রহ করা হবে এবং পরীক্ষার পরবর্তী দিনগুলিতে যাচাই করা হবে।
- প্রার্থীদের যাচাইয়ের জন্য তাদের প্রবেশপত্র এবং একটি বৈধ পরিচয়পত্র (পাসপোর্ট, আধার, প্যান, বা ড্রাইভিং লাইসেন্স) আনতে হবে।
- কোনও পুনর্মূল্যায়ন বা স্কোর পুনঃপরীক্ষা অনুমোদিত নয়।
এই সমস্ত তথ্য ছাড়াও, আরও একাধিক ক্ষুদ্র বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। যোগ্য ও আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের আগে প্রয়োজনীয় বিষয়গুলি, যেমন- পরীক্ষার সিলেবাস, শারীরিক মাপদণ্ড, পদের শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশ থেকে জেনে নিন।