Railway Latest Recruitment: খেলাধুলার সঙ্গে যুক্ত রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! সম্প্রতি নর্থ সেন্ট্রাল রেলওয়ে স্পোর্টস কোটা পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নর্থ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। Exam Bangla’র আজকের এই প্রতিবেদনে স্পোর্টস কোটা পদে নিয়োগের যাবতীয় তথ্য জানতে পারবেন, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা- নর্থ সেন্ট্রাল রেলওয়ে (RRC NCR)
পদের নাম- স্পোর্টস কোটা
মোট শূন্যপদ- ৪৬ টি
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
পদের বিবরণ, শূন্যপদ ও বেতনক্রম:
১. লেভেল-০১ (পিবি ৫২০০-২০২০০ + জিপি ১৮০০/- টাকা)
- রেসলিং (০২)
- হকি (০৫)
- ওয়েট লিফটিং (০৩)
- ব্যাডমিন্টন (০১)
- অ্যাথলেটিক্স (০৪)
- টেবিল টেনিস (০২)
- কাবাডি (০৩)
- সুইমিং (০২)
- বাস্কেটবল-ন্যূনতম ৬ ফুট উচ্চতা (০৩)
২. লেভেল-০২/০৩ (পিবি ৫২০০-২০২০০ + জিপি ১৯০০/ ২০০০ টাকা)
- হকি (০২)
- ক্রিকেট (০২)
- ওয়েট লিফটিং (০২)
- বক্সিং (০২)
- অ্যাথলেটিক্স (০১)
- বাস্কেটবল ন্যূনতম ৬ ফুট উচ্চতা (০১)
- ব্যাডমিন্টন (০২)
- কাবাডি (০১)
- জিমন্যাস্টিক (০৩)
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
৩. লেভেল-০৪/০৫ (পিবি ৫২০০-২০২০০ + জিপি ২৪০০/ ২৮০০ টাকা)
- অ্যাথলেটিক্স (০১)
- ব্যাডমিন্টন (০১)
- জুডো (০১)
- লন টেনিস (০১)
- শুটিং (০১)
শিক্ষাগত যোগ্যতা- অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার তারিখে প্রার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
১. লেভেল-০১: দশম শ্রেণী পাশ বা সম্মানের কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা এনসিভিটি কর্তৃক প্রদত্ত আইটিআই অথবা জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC)। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান প্রাপ্ত হতে হবে।
২. লেভেল-০২/০৩: +২ নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণী পাশ অথবা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অথবা স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ প্লাস কোর্স সম্পন্ন অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ। অথবা স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি কর্তৃক অনুমোদিত আইটিআই অথবা স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা।
৩. লেভেল-০৪/০৫: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক।
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন প্রক্রিয়া- যোগ্য প্রার্থীদের শুধুমাত্র নর্থ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrcpryj.org -এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনেরসময় মাধ্যমে ব্যক্তিগত বিবরণ ও অন্যান্য যাবতীয় তথ্য, পরীক্ষার ফি ইত্যাদি সাবধানতার সাথে পূরণ করতে হবে।
আবেদন মূল্য-
- সাব-প্যারা (২) তে উল্লেখিত প্রার্থীদের ব্যতীত সকল প্রার্থীর জন্য ৫০০ টাকা। এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
- এসসি/ এসটি/ মহিলা/ সংখ্যালঘু এবং ইডব্লিউএস শ্রেণীর প্রার্থীদের জন্য ২৫০ টাকা। এ=এক্ষেত্রে ব্যাংক চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া-
- পরীক্ষা এবং যোগ্য প্রার্থীদের ক্রীড়া সাফল্যের মূল্যায়নের উপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে।
- যারা পরীক্ষায় যোগ্য বলে প্রমাণিত হবে কেবল তাদের নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট- rrcpryj.org
নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য যেমন- পদের ন্যূনতম নর্ম, পরীক্ষার ম্যান ইত্যাদি বিষয়গুলি বিস্তারিতভাব জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.