Army DGEME Recruitment: আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! সম্প্রতি ইন্ডিয়ান আর্মি ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দুটি বিভাগে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা রয়েছে খুব সাধারণ এবং বেতনও আকর্ষণীয়। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন পদের শূন্যপদ, বয়সসীমা, বেতন, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে। আর দেরি না করে, আপনিও যদি যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে দ্রুত করে ফেলুন আবেদন।
নিয়োগকারী সংস্থা- ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স
মোট শূন্যপদ- ৬৯ টি
ইউনিট- কমান্ড্যান্ট
১. কাজের স্থান- ১ ইএমই সেন্টার, সেকেন্দ্রাবাদ
১.১. পদের নাম- জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর
- শূন্যপদ- ০২ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ /- টাকা
১.২. পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-২
- শূন্যপদ- ০২ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ /- টাকা
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
১.৩. পদের নাম- মাল্টি টাস্টিং ষ্টাফ (এমটিএস)
- শূন্যপদ- ২৩ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-১ অনুযায়ী ১৮, ০০০ থেকে ৫৬,৯০০ /- টাকা
১.৪. পদের নাম- ওয়াশারম্যান/ ধোবি
- শূন্যপদ- ০৩ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-১ অনুযায়ী ১৮, ০০০ থেকে ৫৬,৯০০ /- টাকা
২. কাজের স্থান- ইএমই রেকর্ডস, সেকেন্দ্রাবাদ
২.১. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি)
- শূন্যপদ- ২৫ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-২ অনুযায়ী ১৯,৯০০ থেকে ৬৩,২০০ /- টাকা
২.২. পদের নাম- মাল্টি টাচিং স্টাফ (এমটিএস)
- শূন্যপদ- ১৪ টি
- বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
- বেতনক্রম- লেভেল-১ অনুযায়ী ১৮, ০০০ থেকে ৫৬,৯০০ /- টাকা
শিক্ষাগত যোগ্যতা-
- জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর: ফিজিক্স এবং গণিতে বি.এসসি। ডিগ্রি কোর্সের কমপক্ষে প্রথম বর্ষের জন্য ইংরেজি বাধ্যতামূলক বিষয় হতে হবে।
- স্টেনোগ্রাফার গ্রেড-২: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস বা সমমানের কোনো ডিগ্রী।
- মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস): স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাস। স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস বা সমমানের কোনো পরীক্ষা পাশ।
- ওয়াশারম্যান/ ধোবি: স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস বা সমমানের কোনো পরীক্ষা পাশ।
- লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি): স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ।
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
আবেদন প্রক্রিয়া-
- প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখ নির্ধারিত ফরম্যাট অনুসারে সাধারণ ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর সময় প্রার্থীদের খামের উপরে “…………………………. পদের জন্য আবেদন” (“APPLICATION FOR THE POST Of……………………..”) শব্দটি লিখতে হবে।
- প্রার্থীদের আবেদনপত্রে বৈধ ই-মেইল আইডি এবং আধার লিঙ্কযুক্ত হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
- আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হল ১৪.১১.২০২৫।
- আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ বিভাগ, হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলা এবং চাম্বা জেলার পাঙ্গি উপ-বিভাগ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপের প্রার্থীরা এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৩৫/৪২ দিন (রবিবার এবং ছুটির দিন সহ) পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া-
১. অফলাইনে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে ১৫০নম্বরের অবজেক্টিভ টাইপ, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে।
২. লিখিত পরীক্ষায় প্রার্থীদের কলম, পেন্সিল এবং ক্লিপবোর্ড আনতে হবে। পরীক্ষার সময় দুই ঘন্টা, প্রশ্নপত্র দ্বিভাষিক অর্থাৎ ইংরেজি এবং হিন্দিতে হবে।
৩. পরীক্ষার তারিখ, এডমিট কার্ড, ডাক পরিষেবা/ ইমেল আইডি/ হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তালিকায় স্কোর করা প্রার্থীদের স্কিল টেস্ট এবং শারীরিক পরীক্ষা (যেখানে প্রযোজ্য) নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র- ১ ইএমই সেন্টার/ ইএমই রেকর্ডস দুটি ক্যাটাগরির ক্ষেত্রে পরীক্ষার
ঠিকানা:
ওয়ার্কশপ শেড, ৩ ট্রেনিং ব্যাটালিয়ন, ১টি ইএমই সেন্টার, সেকেন্দ্রাবাদ -৫০০০৮৭ (তেলেঙ্গানা) Workshop Shed, 3 Training Battalion, 1 EME Centre, Secunderabad -500087 (Telangana)
অফিসিয়াল ওয়েবসাইট- indianarmy.nic.in.
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.