ANM GNM Question Paper 2025
Hello Aspirants, Today we are going to share the ANM GNM Question Paper 2025. Let’s see the ANM GNM Exam Pattern, Subject-wise Question Distribution, and how you can use this question paper for your future preparation. You can Download the ANM GNM Question Paper 2025 PDF from this post.
বোর্ড | পশ্চিমবঙ্গ জয়েন্টএন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড |
পরীক্ষা | ANM(R) & GNM-2025 |
পরীক্ষার তারিখ | ১৯ অক্টোবর, ২০২৫ (রবিবার) |
Question Paper PDF | Download Link Given Below ↓ |
Anm gnm question paper pdf 2025
আগামী বছরের নার্সিং পরীক্ষার্থীদের জন্য বিরাট খুশির খবর! এইমাত্র হাতে এল বহু প্রতীক্ষিত ANM GNM-2025 প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র। রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো চলতি বছরের ANM GNM-2025 পরীক্ষা। আজকের প্রতিবেদনে চলতি বছরের ANM GNM Question Paper 2025 PDF ডাউনলোডের অপশন দেওয়া হল। আগামী বছরের পরীক্ষার্থীরা যারা সফল হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য এই প্রশ্নপত্রটি এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এই প্রশ্নপত্র থেকে প্রশ্নপত্রের প্যাটার্ন, স্ট্যান্ডার্ড এবং কোন অংশ থেকে বেশি প্রশ্ন এসেছে এসবকিছুর স্পষ্ট ধারণা পাবে পরীক্ষার্থীরা। বিষয়ভিত্তিক অনুশীলনের জন্যও ANM GNM প্রশ্নপত্র 2025 বিশেষভাবে উপযোগী। তাই আর দেরি নয়, সঠিক প্রস্তুতি ও অনুশীলনের জন্য এখনই ANM GNM question paper 2025 ডাউনলোড করুন। আজকের প্রতিবেদনে ANM GNM Question Paper 2025 PDF আপলোড করা হল। এক ঝলকে দেখে নিন কেমন ছিল এই বছরের প্রশ্ন।
ANM GNM Question Paper 2025 PDF
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEE) দ্বারা আয়োজিত ANM GNM-2025 পরীক্ষা হল একটি প্রবেশিকা পরীক্ষা এবং রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর নার্সিং স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এই পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নার্সিং ট্রেনিং -এর জন্য সরকারি কলেজে সুযোগ পেয়ে থাকেন। চলতি বছর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। এবং অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন ১৯ অক্টোবর, ২০২৫; রবিবার রাজ্যজুড়ে সফলভাবে সম্পন্ন হলো সেই বহু প্রতীক্ষিত ANM GNM-2025 পরীক্ষা। ভবিষ্যত পরীক্ষার্থীর প্রস্তুতির সুবিধার্থে আজকের প্রতিবেদনে ANM GNM Question Paper 2025 PDF আপলোড করা হয়েছে।
আরও পড়ুনঃ ANM GNM বিগত বছরের প্রশ্নপত্র PDF
ANM GNM Question Paper PDF Download 2025
ANM GNM-2025 পরীক্ষার মোট ১০০টি প্রশ্নের মধ্যে থাকে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, জেনারেল নজেল এবং লজিক্যাল রিজনিং ইত্যাদি বিষয়। আজকের প্রতিবেদনে উক্ত সিলেবাস অনুযায়ী এবারের ANM GNM-2025 পরীক্ষার প্রশ্নপত্রের PDF কপি আপলোড করা হল। নিচের ডাউনলোড অপশন থেকে এবারের ANM GNM-2025 -এর প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও।
WB ANM GNM Cut off Marks 2025
Category |
Cut off Marks |
UR |
78 |
OBC |
72 |
EWS |
72 |
SC |
70 |
ST |
65 |
ANM GNM Question Paper 2025: Download Now