চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভারতীয় রেলে ২২ হাজার গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

নতুন বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। দেশের অন্যতম বৃহৎ নিয়োগ সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড Group D পদে নিয়োগের ঘোষণা করেছে। যেখানে প্রায় ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে এই খবর নিঃসন্দেহে বড় স্বস্তির।

ভারতীয় রেলে ২২ হাজার গ্ৰুপ- ডি নিয়োগ

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CEN 09/ 2025। গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সংক্ষিপ্ত নোটিস প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি ২০২৬।

যেসব পদে নিয়োগ করা হবে: এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। পদগুলির মধ্যে রয়েছে-

  • Track Maintainer
  • Assistant (বিভিন্ন টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিভাগে)
  • Pointsman-B

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ অথবা ITI পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন। বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।

বেতন কাঠামো

নিযুক্ত প্রার্থীরা ৭ম বেতন কমিশনের Level-1 পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। প্রাথমিকভাবে মাসিক বেতন প্রায় ₹১৮,০০০, এর সঙ্গে DA ও অন্যান্য সরকারি ভাতা যোগ হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করা যাবে সরাসরি অনলাইনে। অনলাইন আবেদন শুরু হবে ২০ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০২৬। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল https://www.rrbkolkata.gov.in/

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে একাধিক ধাপে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে নেওয়া হবে Computer Based Test (CBT)। এতে উত্তীর্ণ হলে প্রার্থীদের ডাকা হবে Physical Efficiency Test (PET) -এর জন্য। এরপর থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষ ধাপে মেডিক্যাল পরীক্ষা। প্রতিটি ধাপেই যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিস্তারিত পোস্ট পাবলিশ করা হবে। প্রতিদিন নতুন নতুন চাকরির খবরের আপডেট পেতে ভিজিট করুন www.exambangla.com

RRB Group D Recruitment 2026

Railway Recruitment Board (RRB)

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 Rupees 18,000 – 33,000
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ