রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সম্প্রতি RBI Office Attendant Recruitment প্যানেল ইয়ার ২০২৫ -এর মাধ্যমে সারা ভারত জুড়ে অফিস সহকারী (Office Attendant) পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও অনেকগুলি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। বিস্তারিত আবেদন প্রক্রিয়া, শূন্য পদের সংখ্যা, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি জানতে খবরটি শেষ অব্দি পড়ুন।
এক নজরে
রিজার্ভ ব্যাংকে অফিস অ্যাটেন্ড্যান্ট নিয়োগ
কলকাতা, গুয়াহাটি, পাটনা, কানপুর-লখনউ, দিল্লি, মুম্বইসহ রিজার্ভ ব্যাংকের বহু কেন্দ্রে মোট ৫৭২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলে মোট ৯০টি শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের শূন্যপদের বিন্যাস নীচে দেওয়া হল-
| UR | 36 |
| SC/ ST | 24 |
| OBC | 21 |
| EWS | 9 |
| PwD | 3 |
| Total | 90 |
RBI Office Attendant Job Role
অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মূলত ফাইল বহন, ডাক বিতরণ, অফিস সহায়তা, ফটোকপি, বিভাগ খোলা-বন্ধসহ নন-ক্লারিক্যাল কাজ করতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
- এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস। কোনো গ্র্যাজুয়েট বা উচ্চশিক্ষার অধিকারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না।
- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা বেসিক বেতন পাবেন ₹২৪,২৫০ এবং মোট গ্রস প্রায় ₹৪৬,০২৯ (HRA ছাড়া) পর্যন্ত। সঙ্গে থাকবে চিকিৎসা, বাসস্থান, পেনশন, ছুটি ভাতা সহ নানা সুবিধা।
বয়সসীমা
বয়সসীমার ক্ষেত্রে জানানো হয়েছে যে আবেদনকারীদের বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে নিম্নলিখিত ছাড় দেওয়া হবে-
| OBC | ৩ বছর |
| SC/ ST | ৫ বছর |
| PwD | ১০ বছর |
| Ex-servicemen | ৫০ বছর বয়স পর্যন্ত |
| Widow/ Divorced women | ৩৫ বছর বয়স পর্যন্ত, SC/ ST দের ক্ষেত্রে ৪০ বছর |
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
১) এজন্য প্রথমে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) তারপর Recruitment for the post of Office Attendant – PY 2025 উপর ক্লিক করে Click here for New Registration লিংকে ক্লিক করতে হবে।
৩) পরের ধাপে নিজের নাম, ছবি, সই, বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি ও জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) মোবাইল এবং ইমেইল ওটিপি ভেরিফিকেশন এর পর রেজিস্ট্রেশন কমপ্লিট হবে।
৫) এরপর এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
৬) Save and Next করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) সবশেষে অ্যাপ্লিকেশন ফি দিয়ে আবেদন সাবমিট করতে হবে।
অ্যাপ্লিকেশন ফি
| GEN/ OBC/ EWS | ₹450 + GST |
| SC/ ST/ PwBD/ Ex-Servicemen | ₹50 + GST |
প্রয়োজনীয় নথিপত্র
এখানে আবেদন করতে হলে যেসব ডকুমেন্টস অবশ্যই সঙ্গে রাখতে হবে-
- এক কপি পাসপোর্ট ছবি।
- মাধ্যমিক পাসের মার্কশিট।
- সচিত্র পরিচয় পত্র (আধার, ভোটার, প্যান ইত্যাদি)।
- বার্থ সার্টিফিকেট।
- বাসস্থানের প্রমাণ
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
- প্রতিবন্ধীতার সার্টিফিকেট (যদি থাকে)।
- এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে আগের কাজের শেষ মাসের পে স্লিপ বা পিপিও পেপার।
নিয়োগ প্রক্রিয়া
এই পদের ক্ষেত্রে দুটি ধাপে নিয়োগ করা হবে-
- প্রথমে প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষা দিতে হবে। বিষয় হবে জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ এবং নিউমেরিকেল এবিলিটির ওপর। প্রতিটিতে ৩০ নম্বর করে থাকবে, মোট ১২০ নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে ৯০ মিনিট। প্রতি ভুল উত্তরে ¼ নম্বর কাটা যাবে।
- প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের ধাপে দিতে হবে একটি ভাষা দক্ষতা পরীক্ষা বা Language Proficiency Test (LPT)। দ্বিতীয় ধাপে অকৃতকার্য হলে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: জানুয়ারি ১৫, ২০২৬
আবেদন শেষ: ফেব্রুয়ারি ৪, ২০২৬
অনলাইন পরীক্ষা: ফেব্রুয়ারি ২৮ থেকে মার্চ ১, ২০২৬
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.






