চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

৩৫০ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ, আজ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল

পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীরা বিশেষ করে যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India) প্রকাশ করেছে বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি। Central Bank of India Recruitment 2026 ড্রাইভের মাধ্যমে সারা ভারত থেকে যোগ্য ছেলেমেয়েদের স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকেও রয়েছে অনেকগুলি শূন্য পদ। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ৮৫, ৯২০ টাকা থেকে। নিচে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদির বর্ণনা এবং অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডের লিংক দেওয়া হল।

৩৫০ শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ

দেশের পাবলিক সেক্টর ব্যাংক গুলির মধ্যে সেন্ট্রাল ব্যাংক অন্যতম গুরুত্বপূর্ণ। প্রতিবছরই এই ব্যাংক বিভিন্ন কাজের জন্য দেশ জুড়ে কর্মী নিয়োগ করে। এবছরের Central Bank of India Recruitment 2026 বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩৫০ শূন্য পদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। প্রধানত দুটি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের,

  • ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল III)– মোট ৫০ টি শূন্য পদ রয়েছে এই ক্যাটেগরিতে। যার মধ্যে,
    Category Vacancy
    UR 22
    OBC 13
    SC/ ST 10
    EWS 5
  • মার্কেটিং অফিসার (স্কেল I)– এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ৩০০ টি। যার মধ্যে,
    Category Vacancy
    UR 122
    OBC 81
    SC/ ST 77
    EWS 30

আবেদনের যোগ্যতা

  • ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল III): এই পদের জন্য প্রার্থীকে AICTE/ UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। সিএফএ (CFA), সিএ (CA) বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ (MBA) থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আইআইবিএফ (IIBF) থেকে ফরেন এক্সচেঞ্জ অপারেশনে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞতার ক্ষেত্রে যেকোনো সিডিউলড কমার্শিয়াল ব্যাংকে অফিসার হিসেবে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছর ট্রেড ফিন্যান্স বা ফরেক্স অপারেশনে থাকা আবশ্যক।
  • মার্কেটিং অফিসার (স্কেল I): আবেদনকারীকে AICTE/ UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি মার্কেটিংয়ে স্পেশালাইজেশনসহ দুই বছরের পূর্ণকালীন এমবিএ (MBA) বা সমমানের পিজিডিএম (PGDM) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা (যার মধ্যে ১ বছর বিএফএসআই সেক্টরে) থাকা প্রয়োজন।

বয়স সীমা

ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল III) ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং মার্কেটিং অফিসার (স্কেল I) ক্ষেত্রে বয়স সীমা হতে হবে ২২ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সীমায় ছাড় নিম্নলিখিত নিয়ম অনুযায়ী হবে,

Category Relaxation
OBC ৩ বছর
SC/ ST ৫ বছর
এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত

বেতন কাঠামো

Post Salary
ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল III) ৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা।
মার্কেটিং অফিসার (স্কেল I) ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা।

আবেদন প্রক্রিয়া

১) আবেদনের জন্য প্রার্থীদের – http://ibpsreg.ibps.in/cbidec25 লিংকে ক্লিক করে APPLY ONLINE এ ক্লিক করতে হবে।
২) স্ক্রিনে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। নিজের নাম, বয়স, ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি এন্টার করতে হবে।
৩) মোবাইল এবং ইমেইল ওটিপি ভেরিফাইড হবার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
৪) এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
৫) প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
৬) আবেদন ফি জমা করে দিলেই কাজ শেষ।

আবেদন ফি

Category Fee
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থী ৮৫০ টাকা (জিএসটি সহ)
এসসি, এসটি, বিশেষ চাহিদাসম্পন্ন এবং মহিলা প্রার্থী শুধুমাত্র ১৭৫ টাকা ইনটিমেশন চার্জ

নির্বাচন পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে। ১০০ নম্বরের অনলাইন পরীক্ষার প্যাটার্ন নিম্নরূপ:

Sr. No Name of the Test No. of Questions Maximum Marks Duration
1 Stream/Category Specific Question 70 70
Composite time of 60
2 Banking, Present Economic Scenario & General Awareness 30 30
Total 100 100

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

অনলাইন আবেদন শুরু: ২০.০১.২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৩.০২.২০২৬
অনলাইন পরীক্ষা (সম্ভাব্য): ফেব্রুয়ারি/মার্চ ২০২৬
ইন্টারভিউ (সম্ভাব্য): মার্চ/এপ্রিল ২০২৬

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Central Bank of India Recruitment 2026

Central Bank of India

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 48,480 – 105,280

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ