মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ের মধ্যে ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ। তবে ইতিহাসের এত সাল, তারিখ, ঐতিহাসিক ঘটনা বড় বড় প্রশ্নোত্তর অনেক ছাত্র-ছাত্রীদের কাছেই খানিকটা চ্যালেঞ্জিং লাগে। তাদের জন্যই আজ ExamBangla.com এর তরফ থেকে প্রকাশ করা হচ্ছে মাধ্যমিক ইতিহাস ২০২৬ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো। প্রতিটি অধ্যায় থেকে সমস্ত প্রয়োজনীয় ১ নম্বর, ২ নম্বর, ৪ নম্বর ও ৮ নম্বরের প্রশ্নগুলি বাছাই করে দেওয়া রয়েছে এই সাজেশনের ভেতর। এগুলো ছাত্র-ছাত্রীদের ইতিহাস পরীক্ষায় চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে অনেকটাই সাহায্য করবে।
এক নজরে
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬
এবছরের মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি। এই সীমিত সময়ের কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিকে সম্পূর্ণ করতে কেবল ১০০ শতাংশ কমনযোগ্য প্রশ্নগুলোই নীচে তুলে ধরা হল-
প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ভারতীয় চলচ্চিত্রের জনক কে? উত্তরঃ ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদাসাহেব ফালকে।
2) বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
3) ইন্ডিয়া অফিস কোথায় অবস্থিত? উত্তরঃ ইন্ডিয়া অফিস লন্ডনে অবস্থিত।
4) হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস কার লেখা? উত্তরঃ হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা।
5) কুচিপুরি কোথাকার নৃত্যশৈলী? উত্তরঃ কুচিপুরি অন্ধ্রপ্রদেশ-এর নৃত্যশৈলী।
6) ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৭৯২ খ্রিস্টাব্দে।
7) ‘অ্যানালস’ গোষ্ঠীর দুজন উল্লেখযোগ্য ঐতিহাসিকের নাম লেখো। উত্তরঃ ‘অ্যানালস’ গোষ্ঠীর দুজন উল্লেখযোগ্য ঐতিহাসিকের নাম হল মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর।
8) ভারতে পাউরুটি ও কেকের প্রচলন কোন বিদেশি জাতির হাত ধরে হয়েছিল? উত্তরঃ ভারতে পাউরুটি ও কেকের প্রচলন পোর্তুগিজ জাতির হাত ধরে হয়েছিল।
9) ‘নবান্ন’ নাটকটি কে রচনা করেন? উত্তরঃ ‘নবান্ন’ নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য।
10) ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী? উত্তরঃ ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম হল আলম আরা।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) সরকারি নথিপত্র বলতে কী বোঝো?
2) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
3) আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো?
4) পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
5) নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী?
6) সামাজিক ইতিহাস কী?
7) স্থানীয়/ আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?
সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসের গুরুত্ব আলোচনা করো।
2) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’-র ভূমিকা কী?
দ্বিতীয় অধ্যায়: সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ‘হুতোম প্যাঁচার নকশা’য় ব্যঙ্গাত্মক ছদ্মনাম ‘বেঁড়ে বাউন্টি’ কোন শ্রেণীর মানুষের প্রতিনিধি ছিল? উত্তরঃ কলকাতার উচ্ছৃঙ্খল বাবু সমাজের।
2) ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন প্রেস থেকে প্রকাশিত হত? উত্তরঃ কুমারখালী মথুরানাথ প্রেস থেকে।
3) রাজা রামমোহন রায়ের ‘আত্মীয় সভা’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮১৫ খ্রিস্টাব্দে।
4) ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠার সময় এর সহকারী সম্পাদক কে ছিলেন? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
5) কোন ব্রিটিশ আইন বিধবাবিবাহকে আইনসম্মত স্বীকৃতি দিয়েছিল? উত্তরঃ ১৮৫৬ সালের পঞ্চদশ আইন (Act XV of 1856)।
6) ‘নব্যবঙ্গ গোষ্ঠী’র ছাত্ররা কাদের দ্বারা ‘ইয়ং বেঙ্গল’ নামে পরিচিতি লাভ করে? উত্তরঃ সমকালীন শিক্ষিত সমাজ ও সমালোচকদের দ্বারা।
7) ‘সাধারণ ব্রাহ্মসমাজ’ কোন আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরঃ গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্রাহ্মধর্মের আদর্শে।
8) রামকৃষ্ণ পরমহংসের ‘সর্বধর্মসমন্বয়’-এর ধারণাকে তাঁর কোন শিষ্য জনপ্রিয় করে তোলেন? উত্তরঃ স্বামী বিবেকানন্দ।
9) ‘নব্য বেদান্ত’ ধারণার মূল স্লোগান কী ছিল? উত্তরঃ ‘শিব জ্ঞানে জীবসেবা’।
10) ‘ব্রাহ্মসমাজ’ ভেঙে ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ গঠিত হওয়ার পেছনে কোন নেতার ভূমিকা প্রধান ছিল? উত্তরঃ কেশবচন্দ্র সেন।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কারা?
2) জনশিক্ষা কমিটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
3) মেকলে মিনিট/ উডের প্রতিবেদন কী?
4) ফোর্ট উইলিয়াম কলেজ কে, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন?
5) ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে ড্রিংকওয়াটার বেথুন/ আলেকজান্ডার ডাফ/ ডেভিড হেয়ারের ভূমিকা কী?
6) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কেন বিভাজিত হয়?
সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার (নব্য বেদান্ত) -এর আদর্শ ব্যাখ্যা করো।
2) প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? কীভাবে -এর অবসান ঘটে?
3) বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্য বঙ্গীয়দের অবদান লেখো।
4) উনিশ শতকের বাংলায় স্ত্রীশিক্ষা বিস্তারে বেথুন-এর অবদান লেখো।
5) উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো।
6) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো।
পনেরো-ষোলটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৮)
1) শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগর- এর অবদান আলোচনা করো।
2) শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো।
3) বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা গুলি লেখো।
তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) কোল বিদ্রোহের (১৮৩১-৩২) সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তরঃ কোল বিদ্রোহের (১৮৩১-৩২) সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত।
2) সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালদের প্রধান দেবতা কে ছিলেন? উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতালদের প্রধান দেবতা ছিলেন ঠাকুর (সিদো-কানহুর কাছে ঈশ্বর)।
3) মুন্ডা বিদ্রোহের একটি প্রধান স্লোগান কী ছিল? উত্তরঃ মুন্ডা বিদ্রোহের একটি প্রধান স্লোগান ছিল ‘আবুয়া দিসুম, আবুয়া রাজ’ (আমাদের দেশ, আমাদের শাসন)।
4) রংপুর বিদ্রোহের (১৭৮৩) প্রধান ইজারাদার কে ছিলেন?
উত্তরঃ রংপুর বিদ্রোহের (১৭৮৩) প্রধান ইজারাদার ছিলেন দেবী সিং।
5) ভিল বিদ্রোহ (১৮১৯) মূলত কোন অঞ্চলের আদিবাসীদের বিদ্রোহ ছিল? উত্তরঃ ভিল বিদ্রোহ (১৮১৯) মূলত রাজস্থান ও মহারাষ্ট্রের সীমান্ত অঞ্চলের আদিবাসীদের বিদ্রোহ ছিল।
6) পাগলপন্থি বিদ্রোহের (১৮২৫-২৭) মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরঃ পাগলপন্থি বিদ্রোহের (১৮২৫-২৭) মূল উদ্দেশ্য ছিল জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করা।
7) বাংলায় ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম লেখো যিনি ‘বারাসাত বিদ্রোহ’ এর নেতৃত্ব দিয়েছিলেন। উত্তরঃ বাংলায় ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম যিনি ‘বারাসাত বিদ্রোহ’ এর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হলেন তিতুমীর।
8) তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণের উদ্দেশ্য কী ছিল? উত্তরঃ তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধের একটি দুর্গ হিসেবে কাজ করা।
9) নীল বিদ্রোহের (১৮৫৯-৬০) সময় নীলচাষিদের ঐক্যবদ্ধ করার জন্য গঠিত একটি কমিটির নাম লেখো। উত্তরঃ নীল বিদ্রোহের (১৮৫৯-৬০) সময় নীলচাষিদের ঐক্যবদ্ধ করার জন্য গঠিত একটি কমিটির নাম হল নীলচাষি পঞ্চায়েত।
10) পাবনার কৃষক বিদ্রোহের (১৮৭৩) একজন নেতার নাম লেখো। উত্তরঃ পাবনার কৃষক বিদ্রোহের (১৮৭৩) একজন নেতার নাম হল ঈশানচন্দ্র রায়।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) বিদ্রোহ/ অভুত্থান/ বিপ্লব ধারণার পরিচয় দাও।
2) দ্বিতীয় উপনিবেশিক অরণ্য আইনের কয়টি বিভাগ ও কী কী?
3) দুদু মিঞা কীভাবে ফরাজীদের সংগঠিত করেছিলেন?
4) মুন্ডা বিদ্রোহের তাৎপর্য কী?
5) দামিন-ই-কোহ বলতে কী বোঝ?
6) কোন কোন এলাকা নিয়ে জঙ্গলমহল গঠিত হয়?
7) খুঁৎকাঠি প্রথা কী?
8) বিরসা মুন্ডা স্মরণীয় কেন?
9) দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল?
(প্রশ্নমান: ৪/৮)
1. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তিত হয়েছিল?
2. টীকা লেখো: কোল বিদ্রোহ।
3. বাংলার ফরাজী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
4. চুয়াড় বিদ্রোহের কারণগুলি লেখো।
5. ইংরেজ শাসনের প্রথম দিকে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির কারণ কী ছিল?
6. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
মাধ্যমিক ২০২৬
জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন
ভূগোল লাস্ট মিনিট সাজেশন
চতুর্থ অধ্যায়: সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরঃ ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
2) ১৮৫৮ সালের ‘মহারানীর ঘোষণাপত্র’ কে পাঠ করেন? উত্তরঃ ১৮৫৮ সালের ‘মহারানীর ঘোষণাপত্র’ লর্ড ক্যানিং পাঠ করেন।
3) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন আইনের দ্বারা? উত্তরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ১৮৫৮ সালের ভারত শাসন আইনের দ্বারা।
4) ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’কে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কে বলেছেন? উত্তরঃ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’কে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি যোগেশচন্দ্র বাগল বলেছেন।
5) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা হলেন সিধু ও কানু।
6) তিতুমীরের বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তরঃ তিতুমীরের বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল নারকেলবেড়িয়া (বারাসাত)।
7) ১৮৫৭ সালের বিদ্রোহে ঝাঁসির নেতৃত্ব কে দেন? উত্তরঃ ১৮৫৭ সালের বিদ্রোহে ঝাঁসির নেতৃত্ব দেন রানি লক্ষ্মীবাঈ।
8) ১৮৫৭ সালের বিদ্রোহে কানপুরের নেতৃত্ব কে দেন? উত্তরঃ ১৮৫৭ সালের বিদ্রোহে কানপুরের নেতৃত্ব দেন নানা সাহেব।
9) ‘সিপাহী বিদ্রোহ’ নামটি কোন ঐতিহাসিকরা ব্যবহার করেন? উত্তরঃ ‘সিপাহী বিদ্রোহ’ নামটি ব্রিটিশ ঐতিহাসিকরা ব্যবহার করেন।
10) মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী, ভারতের গভর্নর জেনারেলের নতুন পদ কী হয়?
উত্তরঃ মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী, ভারতের গভর্নর জেনারেলের নতুন পদ ভাইসরয় হয়।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) ১৮৫৭-র বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার যুক্তি কী?
2) ১৮৫৭-র বিদ্রোহকে কারা, কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন?
3) মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?
4) হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
5) আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সহায়ক ভূমিকা পালন করেছিল?
6) ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?
7) উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রের ভূমিকা কীরূপ?
8) সভা-সমিতির যুগ কী?
(প্রশ্নমান: ৪/৮)
1) ১৮৫৭ বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
2) হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো।
3) ইলবার্ট বিল আন্দোলনে ভারত সভার অবদান আলোচনা কর।
4) গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা কীভাবে প্রস্ফুটিত হয়েছে?
5) ১৮৫৭-র বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কী?
6) বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।
7) ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর।
8) স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত/ রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবোধের ভাবধারা ফুটে উঠেছে?
পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? উত্তরঃ বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে।
2) ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তরঃ ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
3) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উত্তরঃ শ্রীরামপুর ত্রয়ী বলা হয় উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে।
4) বাংলা ভাষায় মুদ্রিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ কোনটি? উত্তরঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ হল ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’।
5) বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে ‘চার্লস উইলকিন্স’ কেন স্মরণীয়? উত্তরঃ বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে ‘চার্লস উইলকিন্স’ প্রথম বাংলা অক্ষরের ছাঁচ (সচল হরফ) তৈরির জন্য স্মরণীয়।
6) ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি কে প্রকাশ করতেন? উত্তরঃ ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি জোশুয়া মার্শম্যান প্রকাশ করতেন।
7) ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন জোশুয়া মার্শম্যান।
8) ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
9) বাংলায় ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগের একটি উদাহরণ দাও। উত্তরঃ বাংলায় ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগের একটি উদাহরণ হল উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানা (ইউ. এন. রায় অ্যান্ড সন্স)।
10) IACS প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরঃ IACS প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মৌলিক বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করা।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান-২)
1) বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে চার্লস উইলকিন্স/ জেমস অগাস্টাস হিকি স্মরণীয় কেন?
2) ছাপা বই শিক্ষা বিস্তারে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
3) বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
4) ছাপাখানার প্রসারে উইলিয়াম কেরির ভূমিকা লেখো।
5) বসু বিজ্ঞান মন্দির কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
6) জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল?
7) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মরণীয় কেন?
8) বিদ্যাসাগর সাট কী?
9) বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার/গঙ্গাকিশোর ভট্টাচার্য-এর ভূমিকা কী?
(প্রশ্নমান: ৪/৮)
1) বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো।
2) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক মূল্যায়ন করো।
3) বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো।
4) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ-এর অবদান লেখো।
5) টীকা লেখো: বসুবিজ্ঞান মন্দির।
6) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (BTI) -এর ভূমিকা মূল্যায়ন করো।
7) রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় কীভাবে সম্পন্ন হয়েছিল?
8) বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের বিবরণ দাও।
ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ভারতে প্রথম মে-দিবস পালিত হয় কার নেতৃত্বে? উত্তরঃ মায়লাপুরম সিঙ্গারাভেলু চেট্টিয়ার-এর নেতৃত্বে ভারতে প্রথম মে-দিবস পালিত হয় (১৯২৩ খ্রিস্টাব্দে, মাদ্রাজে)।
2) ‘শের-ই-বঙ্গাল’ নামে কে পরিচিত ছিলেন? উত্তরঃ এ. কে. ফজলুল হক ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন।
3) ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’-এর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’-এর প্রতিষ্ঠাতা হলেন বি. পি. ওয়াদিয়া।
4) ‘ইন্ডিয়া ইন ট্রানজিশন’ গ্রন্থটির লেখক কে? উত্তরঃ ‘ইন্ডিয়া ইন ট্রানজিশন’ গ্রন্থটির লেখক হলেন মানবেন্দ্রনাথ রায়।
5) পি. এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? উত্তরঃ পি. এন. ঠাকুর ছদ্মনাম ছিল রাসবিহারী বসু -এর।
6) ‘র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি’র প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ ‘র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি’র প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্রনাথ রায়।
7) আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? উত্তরঃ আল্লুরি সীতারাম রাজু ছিলেন অন্ধ্রের গোদাবরী উপত্যকায় সংঘটিত রম্পা বিদ্রোহের একজন বীর নেতা।
8) বাংলায় ‘কৃষক প্রজা পার্টি’ কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ বাংলায় ‘কৃষক প্রজা পার্টি’ প্রতিষ্ঠা করেন এ.কে. ফজলুল হক।
9) রায়ত সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ এন. জি. রঙ্গ রায়ত সমিতি (১৯৩৩-৩৪ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠা করেন।
10) মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি? উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) মাদারি পাসি কে ছিলেন?
2) তিন কাঠিয়া ব্যবস্থা কী?
3( মোপলা বিদ্রোহের কারণ কী?
4) বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়?
5) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
6) কে, কি উদ্দেশ্যে র্যাডিকেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন?
7) চৌরিচৌরার ঘটনাটি কী?
8) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
9) কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
10) আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন/ রম্পা বিদ্রোহের কারণ কী?
(প্রশ্নমান: ৪/৮)
1) বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2) বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন?
3) প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে ভারতের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য গুলি লেখো।
4) একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
5) ভারতছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল?
6) ভারতে অহিংস অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের পরিচয় দাও
সপ্তম অধ্যায়: বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু।
2) ধারসানা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? উত্তরঃ ধারসানা লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু।
3) ফুলতার কার ছদ্মনাম ছিল? উত্তরঃ ফুলতার ছদ্মনাম ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার-এর।
4) বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? উত্তরঃ বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর।
5) ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯২৪ খ্রিস্টাব্দে, ধীরেন দাশগুপ্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নেতৃত্বে।
6) অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্রপ্রসাদ বসু।
7) নওজোয়ান ভারত সভা গঠন করেন কে? উত্তরঃ নওজোয়ান ভারত সভা গঠন করেন ভগৎ সিং।
8) মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়? উত্তরঃ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয় রামস্বামী নাইকার-এর নেতৃত্বে।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করে?
2) কার্লাইল সার্কুলার কী?
3) মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?
4) লীলা নাগ(রায়) স্মরণীয় কেন/ দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
5) অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল?
6) অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
7) কল্পনা দাস/ বীণা দাস স্মরণীয় কেন?
8) রশিদ আলি দিবসের গুরুত্ব কী?
9) সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
10) দলিত কারা?
11) পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
12) মতুয়া কারা/ নমঃশূদ্র আন্দোলন কী?
সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) ভারতছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
2) বিশ শতকের ভারতে বৈপ্লবিক ক্রিয়াকলাপে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো।
3) দলিত অধিকার বিষয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা।
4) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো।
পনেরো-ষোলটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৮)
1) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
2) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের সীমাবদ্ধতা কী?
3) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) দেশভাগের সময় কে হায়দ্রাবাদের শাসক ছিলেন? উত্তরঃ দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম ওসমান আলি খান।
2) ভারত স্বাধীন হওয়ার সময় কয়টি রাজ্য ছিল? উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতার সময়, ভারতীয় ইউনিয়নে মোট ১২টি রাজ্য ছিল।
3) সরকারি ভাষা কমিশন কবে গঠিত হয়? উত্তরঃ সরকারি ভাষা কমিশন গঠিত হয় ১৯৫৫ খ্রিস্টাব্দে।
4) বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কতগুলি? উত্তরঃ বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা ২২টি।
5) নেহরু-লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তরঃ নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ৮ই এপ্রিল।
6) The Marginal Man গ্রন্থটি কার রচনা? উত্তরঃ The Marginal Man গ্রন্থটির রচয়িতা হলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী।
7) ‘রাজাকার’ নামক দাঙ্গা বাহিনী গড়ে ওঠে কোথায়? উত্তরঃ রাজাকার নামক দাঙ্গা বাহিনী গড়ে ওঠে হায়দ্রাবাদে।
8) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দায়িত্বে কে ছিলেন? উত্তরঃ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
9) ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ কী ছিল? উত্তরঃ ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল।
10) হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করতে চালানো সামরিক অভিযানের নাম কী?
উত্তরঃ হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করতে চালানো সামরিক অভিযানের নাম ছিল অপারেশন পোলো।
দুটি শব্দ বা তিনটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ২)
1) দেশীয় রাজ্য বলতে কী বোঝো?
2) কাকে, কেন লৌহ মানব বলা হয়?
3) জুনাগড় কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
4) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো?
5) কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
6) সীমানা কমিশন কী?
7) উদ্বাস্তু সমস্যা কী?
8) পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো?
9) নেহেরু-লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়?
10) পত্তি শ্রীরামালু বিখ্যাত কেন?
11) রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়?
সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
2) হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
3) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল?
4) দেশীয় রাজ্য কাশ্মীর কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়/ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?





