দীর্ঘ টানাপোড়ন, অনিশ্চয়তা আর অপেক্ষার পরে অবশেষে নতুন করে গতি পেতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ- সি ও গ্রুপ- ডি পদের নিয়োগ প্রক্রিয়া। হ্যাঁ, একদম ঠিক শুনেছে। West Bengal School Service Commission (WBSSC) ২০২৬ সালের মার্চ মাসের প্রথম দিকেই এই দুটি গুরুত্বপূর্ণ নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। তাহলে কবে হচ্ছে WBSSC Group C এবং Group D পরীক্ষা? আসুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।
WBSSC Group C D Exam Date 2026
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, Group C পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ১ মার্চ ২০২৬ (রবিবার)। অন্যদিকে, Group D পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার)। শুরুতে Group D পরীক্ষার জন্য ১৫ মার্চ তারিখটি ভাবা হলেও, বিভিন্ন প্রশাসনিক কারণে তা এগিয়ে আনার চিন্তাভাবনা করা হয়েছে।
এই সময়সূচি বদলের নেপথ্যে রয়েছে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। নির্বাচনের সময় স্কুল, কলেজ-সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ভোটের কাজে ব্যবহৃত হয়। ফলে পরীক্ষাকেন্দ্র পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে, এই আশঙ্কায় WBSSC -এর তরফে চেষ্টা করা হচ্ছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই লিখিত পরীক্ষা শেষ করার।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন
এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে আগ্রহ যে কতটা প্রবল, তার প্রমাণ মিলছে আবেদনকারীর সংখ্যাতেই। মোট আবেদন পড়েছে প্রায় ১৬ লক্ষ। এর মধ্যে Group C পদের জন্য আবেদন করেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী, এবং Group D পদের জন্য আবেদন সংখ্যা প্রায় ৮.২ লক্ষ। ২০১৬ সালে আগের নিয়োগ প্যানেল বাতিল হওয়ার পর থেকেই এই প্রক্রিয়া কার্যত থমকে ছিল। বহু মামলা, প্রশাসনিক জটিলতা ও নীতিগত সিদ্ধান্তের কারণে বছরের পর বছর ধরে নিয়োগ আটকে থাকে। সেই দীর্ঘ অচলাবস্থার পর এবার নতুন করে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
যদিও সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তুতি চলছে, তবু এখনও পর্যন্ত পরীক্ষার চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কমিশনের অনুমোদন ও প্রশাসনিক সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। ফলে পরীক্ষার্থীদের নিয়মিতভাবে অফিসিয়াল আপডেট নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি ফর্ম ফিলাপ শুরু হল






