চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026

প্রিয় ছাত্র-ছাত্রীরা, এবছরের মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরো মজবুত করতে ইতিমধ্যেই ExamBangla.com এর পক্ষ থেকে মাধ্যমিক 2026 এর বিভিন্ন বিষয়ের সাজেশন একের পর এক প্রকাশ করা শুরু হয়েছে। আজ এই প্রতিবেদনে মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ প্রকাশ করা হল।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬

পদার্থবিদ্যার সমস্ত সূত্র, আবার রসায়নের জটিল সমীকরণ ইত্যাদি মিলিয়ে ভৌত বিজ্ঞান বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা চিন্তায় থাকে! কোন প্রশ্নগুলি করা দরকার, আর কোনগুলি না। আমাদের এই ভৌত বিজ্ঞান সাজেশনে অধ্যায়ভিত্তিক সবচেয়ে দরকারি শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি বাছাই করে তুলে ধরা হয়েছে, যা এই স্বল্প সময়ের মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত সাফল্য পেতে সাহায্য করবে।

প্রথম অধ্যায়:  পরিবেশের জন্য  ভাবনা

একটি শব্দ বা একটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান- ১)
1) একটি জৈব গ্রীনহাউস গ্যাসের নাম লেখো। উত্তরঃ মিথেন।
2) নিরক্ষরেখার ওপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? উত্তরঃ ভূপৃষ্ঠ থেকে প্রায় 15-16 কিমি পর্যন্ত।
3) আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তরঃ থার্মোস্ফিয়ার।
4) হ্যালন কী? উত্তরঃ হ্যালন হল অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যাবহৃত ব্রোমিন সমন্বিত যৌগ।
5) মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? উত্তরঃ 1987 সালে।
6) LPG -এর পুরো নাম লেখো। উত্তরঃ Liquified Petroleum Gas.
7) CNG -এর পুরো নাম লেখো। উত্তরঃ Compressed Natural Gas.
8) CBM -এর পুরো নাম লেখো। উত্তরঃ Coal bed Methane.
9) ট্রপোপজ কাকে বলে? উত্তরঃ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ (প্রশ্নমান- ২)
1) ফায়ার আইস -এর সংকেত লেখো। এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ★★
অথবা, মিথেন হাইড্রেট কি? একে ফায়ার আইস বলে কেন?
2) জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ★★
3) ওজোন স্তর CFC দ্বারা কিভাবে ধ্বংস হয় তা আলোচনা করো।
4) পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। ★
5) স্থিতিশীল উন্নয়ন কী? এর মূল লক্ষ্যগুলি লেখো। ★★
6) বায়োফুয়েল কী? এর ব্যবহার লেখো।
7) CNG -এর শিল্প উৎস কী? এর ব্যবহার উল্লেখ কর।

দ্বিতীয় অধ্যায়: গ্যাসের আচরণ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান- ১)
১) গ্যাসের প্রমাণ চাপের মান কত? উত্তরঃ 1.013×106 ডাইন/বর্গসেমি বা 76 cm Hg বা 1 atm।
২) উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে তার আয়তনের পরিবর্তন কীরূপ হয়?
উত্তরঃ উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে।
৩) পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? উত্তরঃ পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়।
৪) পরম স্কেলে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? উত্তরঃ পরম স্কেলে জলের হিমাঙ্ক 273K ; স্ফুটনাঙ্ক 373K।
৫) চার্লসের সূত্রের V – T লেখচিত্রটির প্রকৃতি কীরূপ? উত্তরঃ সরলরেখা।
৬) বয়েল ও চার্লস উভয়ের সূত্রে কোন ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়? উত্তরঃ গ্যাসের ভর।
৭) সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10° হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত? উত্তরঃ 10K।
৮) P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কি? উত্তরঃ সরলরেখা।
৯) পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। উত্তরঃ গ্যাসের ঘনত্ব ρ, এবং পরম উষ্ণতা T -এর মধ্যে সম্পর্ক হল ρ∝1/T

এক্ষুনি দেখে নাওঃ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ (প্রশ্নমান- ২)
১) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের দুটি পার্থক্য লেখ।
২) একটি গ্যাসের বাষ্পঘনত্ব 8.5। 76 সেমি চাপে এবং 177°C উষ্ণতায় 85g ওই গ্যাসের আয়তন কত?
৩) একটি বেলুনে 950 mmHg চাপে 0.8L বাতাস ভরা আছে, যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76cm Hg চাপে আনা হয়, তাহলে বাতাসের আয়তন কত হবে?
৪) 300K উষ্ণতায় 760 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 300 cm3। STP -তে ওই গ্যাসের আয়তন কত হবে?
৫) বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কী? ★★
৬) গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রশ্নমান- ৩)
১) বয়েলের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। ★
২) একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্য উল্লেখ করো। ★
৩) চার্লসের সূত্রটি লেখো। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের তিনটি পার্থক্য লেখো। ★
৪) বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
৫) বয়েল ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। ★★

তৃতীয় অধ্যায়:  রাসায়নিক গণনা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ (প্রশ্নমান- ৩)
1) 27°C উষ্ণতায় ও 700 mm Hg চাপে 32g O2 ও 44g CO2 গ্যাস দ্বারা অবস্থিত আয়তনের অনুপাত নির্ণয় করো।
2) 2 atm চাপে ও 300K উষ্ণতায় 8g H2 গ্যাসের আয়তন 49.2L হলে, H2 -এর আণবিক ভর নির্ণয় করো।
3) 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H₂ পাওয়া যায়? STP-তে ঐ H₂-এর আয়তন কত হবে? [Fe = 56] ★
4) O₂-এর উপস্থিতিতে SO₂-এর জারণের ফলে SO₃ প্রস্তুত করা হল। 40 গ্রাম SO₃ উৎপন্ন করতে কত গ্রাম SO₂-এর প্রয়োজন? [S = 32, O = 16] ★
5) উচ্চ উষ্ণতায় Al দ্বারা Fe2O3 -কে বিজারিত করে 560g Fe প্রস্তুতির জন্য কত Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? [Fe=56, Al=27, O=16]

চতুর্থ  অধ্যায়:  তাপের ঘটনাসমূহ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান- ১)
১) কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? উত্তরঃ °C^(-1)।
২) শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
উত্তরঃ শূন্য।
৩) লোহার দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মান 12×10-⁶/°C হলে, কেলভিন স্কেলে -এর মান কত হবে?
উত্তরঃ 12×10-⁶/K
৪) তাপ পরিবাহিতার অন্যোন্যক কি বলে?
উত্তরঃ তাপীয় রোধাঙ্ক।
৫) এমন একটি অধাতুর নাম লেখো যার তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা বেশি?  উত্তরঃ হীরক।
৬) CGS পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো। উত্তরঃ cal.〖cm 〗^(-1)°C^(-1)  s^(-1 )।
৭) কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান পাওয়া যায়? উত্তরঃ চার্লসের সূত্র।
৮) কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়? উত্তরঃ কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করা হয়।
৯) ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক লেখো।
উত্তরঃ /K।
১০) সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18×10-⁶/°C হলে, SI পদ্ধতিতে -এর মান কত হবে? উত্তরঃ 18×10-⁶/K।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ (প্রশ্নমান- ৩)
১) তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্ক বিবৃত করো। ★
২) তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী? ★
৩) তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন?
৪) কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবং কীভাবে? ★
৫) তাপ পরিবাহিতার CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
৬) চার্লসের সূত্র ব্যবহার করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। অথবা, প্রমাণ করো: γ_p=1/273 〖°C〗^(-1)।
৭) তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17×10^(-6)/°C বলতে কী বোঝো? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? ★

পঞ্চম অধ্যায়: আলো

একটি শব্দ বা একটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান- ১)
১) একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তিত হবে? উত্তরঃ না, অপরিবর্তিত থাকবে।
২) আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? উত্তরঃ প্রতিসরাঙ্ক কমে।
৩) উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তরঃ 2f-এর বাইরে।
৪) দাড়ি কামানোর সময় কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? উত্তরঃ অবতল দর্পণ।
৫) অবতল দর্পণে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে?  উত্তরঃ বক্রতা কেন্দ্রে।
৬) কোন দর্পণ সর্বদা অসদ্ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে? উত্তরঃ উত্তল দর্পণ।
৭) রৈখিক বিবর্ধন কাকে বলে? উত্তরঃ প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।
৮) বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে? উত্তরঃ 1।
প্রতিসরণের কোন সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত? উত্তরঃ দ্বিতীয় সূত্র।

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রশ্নমান- ৩)
১) দেখাও যে,- “প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে চুক্তিকোণের রাশিমালা δ= i_1+i_2-A”  ★
২) আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ★
৩) চোখের হ্রস্বদৃষ্টি ত্রুটি বলতে কী বোঝো? এর প্রতিকার হিসাবে কী ধরনের চশমা ব্যবহার করা হয়? ★
৪) আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র লেখো। একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও।  ★
৫) উত্তল লেন্স দ্বারা বস্তুর অসদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। ★★
৬) একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হল। এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই মাধ্যমে আলোর বেগ কত? ★
৭) নীল কাঁচের মধ্য দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?

ষষ্ঠ অধ্যায়: চলতড়িৎ

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
১) তড়িৎচালক বল কোন্ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তরঃ পোটেনসিওমিটার।
২) “1”  স্ট্যাটভোল্ট = কত ভোল্ট? উত্তরঃ “300”  ভোল্ট।
৩) ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে V-I লেখচিত্রটি কীরুপ হয়? উত্তরঃ মূলবিন্দুগামী সরলরেখা।
৪) হিটারে কোন সংকর ধাতুর কুন্ডলী ব্যবহার করা হয়? উত্তরঃ নাইক্রোম।
৫) চৌম্বক প্রবাহের SI একক কী? উত্তরঃ ওয়েবার।
৬) ফ্লেমিং -এর বাম হস্ত নিয়মে কোন আঙ্গুল তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে? উত্তরঃ মধ্যমা।
৭) বৈদ্যুতিক মোটরে কোন্ শক্তি কোন্ শক্তিতে রুপান্তরিত হয়? উত্তরঃ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়।
৮) ফ্যারাডের কোন্ সূত্র থেকে আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টির কারণ জানা যায়?  উত্তরঃ প্রথম সূত্র।
৯) লেঞ্জের সূত্র থেকে কী জানা যায়? উত্তরঃ আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ।
১০) ডায়নামো নিয়ম কোনটি? উত্তরঃ ফ্লেমিং -এর ডান হস্ত নিয়ম।

এক্ষুনি দেখে নাওঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৬ 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
১) DC অপেক্ষা AC ব্যবহার অধিক সুবিধাজনক কেন?
২) তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। ★
৩) ফ্লেমিং -এর বামহস্ত নিয়মটি লেখো। ★
৪) তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (প্রশ্নমান- ৩)
১) তাপীয় রোধ বলতে কী বোঝ? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো।
২) পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5amp ফিউজ তার বলতে কী বোঝো?
৩) সলিনয়েড কাকে বলে? তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি কিভাবে ঠিক করা হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো।
৪) ওহমের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটির গাণিতিক রূপটি লেখো। পৃথিবীর বিভব কত?
৫) তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো।★★
৬) ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো।
৭) একটি অহমীয় পরিবাহীর নাম লেখো। বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
৮) ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর্থিং কি? ★

সপ্তম অধ্যায়:  পরমাণুর নিউক্লিয়াস

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
১) একটি তেজস্ক্রিয় মৌলের নাম কি? উত্তরঃ ইউরেনিয়াম।
২) α ও β কণার আধানের অনুপাত কত? উত্তরঃ 2∶1
৩) α, β ও γ কণার ভেদন ক্ষমতার অনুপাত কত? উত্তরঃ 1∶100∶10000
৪) তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোথা থেকে নির্গত হয়? উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস।
৫) তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি β কণা নির্গত হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার কিরূপ পরিবর্তন ঘটে? উত্তরঃ নতুন পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা পূর্বের পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা থেকে 1 একক হ্রাস পায়।
৬) একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। উত্তরঃ ফ্রান্সিয়াম।
৭) α, β, γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও। উত্তরঃ α < β < γ।
৮) হাইড্রোজেন বোমা বিস্ফোরণে কোন্ নিউক্লিয় বিক্রিয়া ঘটে? উত্তরঃ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৩)
১) নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো? সমীকরণসহ লেখ। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ভারী জলের ভূমিকা কী?
২) নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজন -এর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ★
৩) নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দুটি পার্থক্য লেখো। ★

অষ্টম অধ্যায়: পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

i) পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত? উত্তরঃ 11 নং শ্রেণিতে।
2) আধুনিক পর্যায় সারণিতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে?  উত্তরঃ 2নং গ্রুপে (মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণিতে II- A গ্রুপে) অবস্থিত।
3) হাইড্রোজেন ও হিলিয়াম আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কোন্ শ্রেণিতে অবস্থান করে? উত্তরঃ হাইড্রোজেন 1 নং, হিলিয়াম 18 নং।
4) দুটি মুদ্রা ধাতুর নাম লেখো। উত্তরঃ তামা ও রূপো।
5) দুটি বর ধাতুর নাম লেখো। উত্তরঃ গোল্ড (Au) ও প্ল্যাটিনাম (Pt)
6) নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? উত্তরঃ শূন্য (0)।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৩)
1) আয়োনাইজেশন শক্তি কাকে বলে? Cl, Br, I, F এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। ★
2) সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখ। একটি উদাহরণ দাও।
3) ‘A, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু সংখ্যক যথাক্রমে (n – 2), n, (n + 1) ‘।B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’ ও ‘C’ পর্যায়সারণীর কোন শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? ‘A’ ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। ★
4) Z = 15 মৌলটি পর্যায়-সারণির কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থিত? কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল বর্তমান?
5) তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও। কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়? ★
6) নির্দেশ অনুযায়ী সাজাও।
i) I, F, Br, Cl (ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা)
ii) K, Na, Mg, Br (ক্রমবর্ধমান ধাতবধর্মীতা)
iii) Br, Cl, I, F (ক্রমবর্ধমান জারনধর্ম)
7) অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও।

ii) আয়নীয় ও সমযোজী বন্ধন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে কোনটি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে? উত্তরঃ তড়িৎযোজী যৌগ।
2) Cl2 তড়িৎযোজী নাকি সমযোজী? উত্তরঃ সমযোজী।
3) A, B ও C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 ও 19। B -এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে? উত্তরঃ তড়িৎযোজী।
4) কোনো ধাতু ক্লোরিনের সঙ্গে যুক্ত হলে কি ধরনের যোজ্যতা দেখা যায়?  উত্তরঃ তড়িৎযোজ্যতা।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন?
2) লুইস ডট গঠন আঁকো: H2O, CCl4, CO2, NH3, CH4 ★
3) তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখাও। ★
4) তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চ হয় কেন? ★
5) NaCl তড়িৎযোজী যৌগ কিন্তু CCl4 সমযোজী যৌগ – ব্যাখ্যা করো। ★
6) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন? ★

iii) তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) তড়িৎবিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? উত্তরঃ যে ইলেকট্রোড ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে।
2) জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? উত্তরঃ অ্যানোডে জারণ ঘটে।
3) বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? উত্তরঃ তড়িতের কুপরিবাহী।
4) বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন? উত্তরঃ বিশুদ্ধ জলের অণু অবিয়োজিত অবস্থায় থাকে। বিশুদ্ধ জলে কোনো আয়ন থাকে না।
5) দুটি তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরঃ গলিত সোডিয়াম ক্লোরাইড (NaCl), সালফিউরিক অ্যাসিড (H2SO4)।
6) একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য ক্ষারের নাম লেখো। উত্তরঃ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড (NH4OH)।
7) একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
8) দুটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তরঃ চিনির জলীয় দ্রবণ এবং বেঞ্জিন।
9) স্বর্ণ, পারদ, খাদ্য লবণ – এদের মধ্যে কোনটি তড়িৎবিশ্লেষ্য? উত্তরঃ খাদ্য লবণ।
10) তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো। উত্তরঃ পারদ।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৩)
1) তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, তড়িদ্দ্বার এবং তড়িদ্দ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। ★
2) তড়িৎ লেপন কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? ★
3) Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। অ্যানোড মাড কি?
4) গলিত খাদ্য লবনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

iv) পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) NH₃ এবং HCl (g) -এর বিক্রিয়ায় উৎপন্ন সাদা কঠিনের নাম কী? উত্তরঃ অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl)।
2) NH₃ -এর অনুঘটকীয় জারণে নাইট্রোজেনের কোন অক্সাইড তৈরি হয়? উত্তরঃ নাইট্রিক অক্সাইড (NO)।
3) NH₃ -এর অনুঘটকীয় জারণে NO তৈরির জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও অনুঘটকের উল্লেখ করো। উত্তরঃ 700-800°C; প্লাটিনাম তারজালি অনুঘটক।
4) তরল NH₃, লাইকার NH₃ কোনটিতে জল নেই? উত্তরঃ তরল NH₃।
5) হিমায়ক রূপে তরল NH₃ -এর ব্যবহার কী? উত্তরঃ কোল্ড স্টোরেজ এবং বরফ কারখানায়।
6) NH₃ -এর শিল্পোৎপাদন পদ্ধতির নাম কী? উত্তরঃ হেবার পদ্ধতি।
7) লাইকার অ্যামোনিয়া কী? উত্তরঃ -0.88 আপেক্ষিক গুরুত্ববিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে (35%) লাইকার অ্যামোনিয়া বলে।
8) অ্যামোনিয়াঘটিত দুটি সারের নাম ও সংকেত লেখো। উত্তরঃ  i) অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄]; ii) অ্যামোনিয়াম ফসফেট [(NH₄)₃PO₄]।
9) নেসলার দ্রবণ সামান্য NH₃ -এর সংস্পর্শে এলে কোন্ বর্ণ ধারণ করে? উত্তরঃ তামাটে বাদামি বর্ণ ধারণ করে।
10) অ্যামোনিয়া গ্যাস কোন জাতীয় পদার্থ? উত্তরঃ অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী পদার্থ।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) রুপার তৈরি জিনিস পুরানো হলে কালো হয়ে যায় কেন?
2) ওলিয়াম কি? এর একটি ব্যবহার লেখো। ★
3) তৈলচিত্র পুরোনো হয়ে গেলে কালো হয় কেন? ★
4) লাইকার অ্যামোনিয়া কী? এর একটি ব্যবহার লেখো।
5) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হল কি ঘটে সমীকরণসহ লেখো।
6) কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে কী ঘটে সমীকরণসহ লেখো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৩)
1) স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয়? ★
2) ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও সমিত সমীকরণ উল্লেখ করো।
3) অ্যামোনিয়ার জারণঘটিত বিক্রিয়ায় HNO3 প্রস্তুতির প্রথম ধাপের শর্ত ও সমিত সমীকরণটি লেখো। কিপযন্ত্রে প্রস্তুত হয় এমন একটি গ্যাসের নাম লেখো।

v) ধাতুবিদ্যা

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো।  উত্তরঃ অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হল বক্সাইট। এর সংকেত হল Al₂O₃.2H₂O।
2) জিংকের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তরঃ জিংকের প্রধান আকরিক হল জিংক ব্লেন্ড। এর সংকেত ZnS।
3) আয়রনের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তরঃ আয়রনের প্রধান আকরিক হল রেড হেমাটাইট। এর সংকেত হল Fe₂O₃।
4) কপারের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো। উত্তরঃ কপারের প্রধান আকরিক হল কপার পাইরাইটিস। এর সংকেত হল CuFeS₂।
5) পিতলের উপাদানগুলি কী কী? উত্তরঃ কপার (60-80%) এবং জিংক (40-20%)।
6) পিতল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কী? উত্তরঃ তামা (Cu)।
7) ‘দার্শনিকের উল’ কাকে বলে? উত্তরঃ জিংক অক্সাইডকে (ZnO) ‘দার্শনিকের উল’ বলে।
8) প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহার করা হয় তার নাম লেখো। উত্তরঃ ডুরালুমিন।
9) ইস্ত্রি তৈরিতে কোন্ আয়রন ব্যবহার করা হয়? উত্তরঃ কাস্ট আয়রন।
10) জার্মান সিলভারে কোন্ মৌল সবথেকে বেশি থাকে? উত্তরঃ কপার (Cu)।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) ‘সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়’- ব্যাখ্যা করো। ★
2) চাটনি ও টক জাতীয় খাদ্য অ্যালুমিনিয়াম পাত্রে রেখে খাওয়া উচিত নয় কেন? ★
3) আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। ★
4) লোহায় মরচে পড়ার দুটি কারণ লেখো। ★

vi) জৈব রসায়ন

একটি শব্দ বা একটি বাক্যে উত্তর (প্রশ্নমান- ১)
1) অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগটির নাম কি? উত্তরঃ ইউরিয়া (NH2CONH2)।
2) অ্যালকিন যৌগে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যার অনুপাত কত? উত্তরঃ 1 : 2।
3) অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম কি? উত্তরঃ হাইড্রক্সিল (−OH)।
4) অ্যালডিহাইড শ্রেণীর প্রথম সদস্যের প্রচলিত ও IUPAC নাম লেখো।
উত্তরঃ প্রচলিত নাম- ফরম্যালডিহাইড। IUPAC নাম- মিথানল।
5) দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন লেখো। উত্তরঃ H−C≡C−H (অ্যাসিটিলিন)।
6) প্রোপান্যাল -এর সংকেত লেখো। উত্তরঃ CH3CH2CHO।
7) CH3CH(NH2)CH3 -এর IUPAC -এর নাম লেখো। উত্তরঃ  প্রোপান-2-অ্যামিন।
8) মার্স গ্যাসের রাসায়নিক নাম কি? উত্তরঃ মিথেন (CH4)।
9) প্রোটিনের মনোমারের নাম কি? উত্তরঃ অ্যামাইনো অ্যাসিড।
10) দুটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। উত্তরঃ সেলুলোজ ও স্টার্চ।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ২)
1) কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও।
2) PVC -এর মনোমারের নাম ও একটি ব্যবহার উল্লেখ করো। ★
3. রূপান্তরিত করো: HC=CH › CH2=CH2
4) মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াগুলি লেখো।
5) টেফলনের মনোমার কি? টেফলনের একটি ব্যবহার লেখো।
6) ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণসহ লেখো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান- ৩)
1) ডিনেচার স্পিরিট কি? এর একটি ব্যবহার লেখো। ★
2) মিথিলেটেড স্পিরিট কাকে বলে? গঠনগত সমাবয়বতা কাকে বলে? উদাহরণ দাও।
3) CNG -র ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো।
4) সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুটি পার্থক্য লেখো। গাড়ির টায়ার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়?

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ