হিন্দুস্থান কপার লিমিটেডে (HCL) চাকরির বিজ্ঞপ্তি: ভারত সরকারের অধীনে থাকা হিন্দুস্থান কপার লিমিটেড (HCL) সংস্থায় হিন্দি ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সংস্থার কলকাতার কর্পোরেট অফিসে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
নিয়োগকারী সংস্থা: কলকাতা, কর্পোরেট অফিস ।
পদের নাম: হিন্দি অনুবাদক (Hindi Translator)।
মোট শূন্যপদ: ২ টি।
বেতন ক্রম: ২৮৭৪০/- থেকে ৭২১১০/- টাকা (প্রতি মাসে)।
বয়স সীমা: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় রয়েছে।
যোগ্যতা ও শর্তাবলী:
১) শিক্ষাগত যোগ্যতা: হিন্দি বা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকলেও ডিগ্রী স্তরে হিন্দি /ইংরেজি আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকা প্রয়োজন।
২) অতিরিক্ত যোগ্যতা: ট্রান্সলেশন কাজে স্বীকৃত ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স অথবা সরকারি /আধা-সরকারি সংস্থায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ শুরু হল
আবেদন পদ্ধতি:
১) আবেদনের জন্য প্রার্থীরা এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com এ গিয়ে APPLY ONLINE করুন।
২) প্রয়োজনীয় তথ্য (নিজের নাম, ইমেইল, মোবাইল নম্বর)
দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হলে লগ-ইন করে আবেদনপত্রের সব ঘর পূরণ করতে হবে।
৪) কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট স্ক্যান কপি নির্দেশিত সাইজ অনুযায়ী।
আবেদন ফি:
- General / OBC / EWS- ৫০০/-টাকা
- SC / ST / PWD- কোনো ফি লাগবেনা।
আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদন শুরুর তারিখ: ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১১ টা থেকে)
আবেদনের শেষ তারিখ: ৯ই মার্চ, ২০২৬ (রাত ১২ পর্যন্ত)
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.






