সীতারাম জিন্দাল স্কলারশিপ ছাত্র- ছাত্রীদের কাছে একটি অতি পরিচিত স্কলারশিপ। প্রতি বছর মাধ্যমিক পাস থেকে শুরু করে সমস্ত সাধারণ ও পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পান। ৩২০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের। ২০২৫- ২৬ শিক্ষাবর্ষে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরের স্কলারশিপের আবেদন প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি নীচে দেওয়া হল।
এক নজরে
সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬
| স্কলারশিপের নাম |
সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬
|
| স্কলারশিপের ধরন | বেসরকারি |
| প্রদানকারী সংস্থা | |
| শিক্ষাগত যোগ্যতা |
মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর
|
| টাকার পরিমান |
৫০০ থেকে ৩২০০ টাকা
|
| আবেদন প্রক্রিয়া | অনলাইনে |
| অফিসিয়াল ওয়েবসাইট |
শিক্ষাগত যোগ্যতা
স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নীচে বিস্তারিত বলা হলো।
| একাদশ ও দ্বাদশ | যারা এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের মধ্যে যারা ছেলে তাদের ৭০ শতাংশ এবং মেয়েদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে। |
| সরকারি বা বে সরকারি ITI | যারা বর্তমানে সরকারি বা বেসরকারি কোন আইটিআই তে অধ্যায়নরত, তাদের ক্ষেত্রে ছেলে হলে ৫০ শতাংশ এবং মেয়েদের ৪০ শতাংশ নম্বর পেয়ে আগের পরীক্ষায় পাশ করতে হবে। |
| সাধারণ স্নাতক বা স্নাতকোত্তর | সরকারি বা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের ৬৫ শতাংশ নম্বর এবং ছাত্রীদের ৬০ শতাংশ নম্বর পেয়ে আগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল | এইসব কোর্সে পাঠরত পুরুষ শিক্ষার্থীদের আগের ক্লাসের পরীক্ষায় নূন্যতম ৭০ এবং মেয়েদের ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। |
অন্যান্য যোগ্যতা
- বার্ষিক আয়: চাকরিজীবী পরিবারের ক্ষেত্রে বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে এবং অন্যান্যদের ক্ষেত্রে ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
- বয়স সীমা: আবেদনকারীদের সকলের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
সীতারাম জিন্দাল স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?
কোর্স অনুযায়ী এই বৃত্তির পরিমাণ আলাদা হয়ে থাকে-
| একাদশ ও দ্বাদশ শ্রেণী |
প্রতি মাসে ৫০০ থেকে ৭০০ টাকা।
|
| আইটিআই (ITI) |
সরকারি কলেজের ক্ষেত্রে ৫০০ টাকা এবং বেসরকারি ক্ষেত্রে ৭০০ টাকা।
|
| স্নাতক (Graduation) |
প্রতি মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা।
|
| স্নাতকোত্তর (Post Graduation) |
প্রতি মাসে ১,৫০০ থেকে ২,০০০ টাকা।
|
| ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল |
প্রতি মাসে ২,০০০ থেকে ৩,২০০ টাকা পর্যন্ত।
|
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার সময় যে সব কাগজপত্রের প্রয়োজন হবে:
- শেষ পরীক্ষার মার্কশিট।
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
- বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র।
- আধার কার্ড বা অন্যান্য সচিত্র পরিচয়পত্র।
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
- বর্তমান প্রতিষ্ঠান প্রধানের থেকে বোনাফাইড সার্টিফিকেট
আবেদন পদ্ধতি
সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন বর্তমানে অনলাইন ও অফলাইন- উভয় পদ্ধতিতেই করা যায়।
১) অনলাইন আবেদন: প্রথমে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট sitaramjindalfoundation.org -এ যান। সেখানে ‘Apply Online’ অপশনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
২) অফলাইন আবেদন: ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিন।
সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru – 560073.
সীতারাম জিন্দাল স্কলারশিপ last date
Application Form: Download
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়াদের জন্য সরকারি ও বেসরকারি স্কলারশিপের খবর পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now





