আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? মাধ্যমিক পাসে কোনো সরকারি চাকরির সন্ধান করছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক খবর। ভারত সরকারের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (CSIR) অধীনে থাকা সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI) বিভিন্ন প্রশাসনিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বনিম্ন মাধ্যমিক পাস থেকে আবেদন শুরু করতে পারবেন এখানে। নিয়োগের শুরুতেই বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা থেকে। শূন্যপদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য সবিস্তারে নীচে দেওয়া হল।
এক নজরে
কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী (Advt No. 02/2026), নিম্নলিখিত শূন্যপদগুলোতে নিয়োগ করা হবে:
| শূুন্যপদের নাম | শূুন্যপদের সংখ্যা |
| জুনিয়র স্টেনোগ্রাফার (Junior Stenographer) | ১টি পদ। |
| জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA) | জেনারেল, স্টোর অ্যান্ড পারচেজ এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ মিলিয়ে মোট ৬টি পদ। (এর মধ্যে কলকাতা এবং কানপুর সেন্টারের জন্যও পদ রয়েছে)। |
| মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) | ৬টি পদ। |
শিক্ষাগত যোগ্যতা
- জুনিয়র স্টেনোগ্রাফার ও JSA: দুটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পাশ। সাথে স্টেনোগ্রাফি বা কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
- MTS: এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম (১০ম শ্রেণি) পাশ।
বয়সসীমা
এখানে উল্লেখিত পদ গুলিতে বয়সসীমা যাচাই করা হবে ০৩/০২/২০২৬ অনুযায়ী। পদ বিশেষে বয়সসীমা নীচে জানানো হল-
- জুনিয়র স্টেনোগ্রাফার: সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত বয়সীমার প্রার্থীর এখানে আবেদন করতে পারবেন।
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
- MTS: মাল্টি টাস্কিং স্টাফ পদে তারাই আবেদন করতে পারবেন, যাদের বয়স ২৫ বছরের নিচে।
সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে নিম্নলিখিত ছাড় দেওয়া হবে-
| Category | Relaxation |
| SC/ ST | ৫ বছর |
| OBC | ৩ বছর |
| PwBD | ১০ থেকে ১৫ বছর পর্যন্ত |
| Ex-serviceman | ৫০ বছর পর্যন্ত |
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশন অনুযায়ী আকর্ষণীয় বেতন পাবেন। পদ বিশেষে বেতন নীচে উল্লেখ করা হল।
- স্টেনোগ্রাফার: লেভেল-৪ অনুযায়ী বেসিক পে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। DA, HRA, Medical ইত্যাদি মিলিয়ে মোট মাসিক আয় প্রায় ৫৩,৬২৮ টাকা।
- JSA: লেভেল-২ অনুযায়ী বেসিক পে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। DA, HRA, Medical ইত্যাদি মোট মিলিয়ে মাসিক আয় প্রায় ৩৯,৫৪৫ টাকা।
- MTS: লেভেল-১ অনুযায়ী বেসিক পে ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা। DA, HRA, Medical ইত্যাদি মিলিয়ে মোট মাসিক আয় প্রায় ৩৫,৯৭৩ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১) প্রথমে recruitment.clri.org ওয়েবসাইটে যান।
২) নিজের নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার, জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩) আবেদনপত্র পূরণ করুন।
৪) প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
৫) আবেদন ফি জমা করে দিন। তাহলেই আবেদনের কাজ শেষ হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
- বয়সের প্রমাণপত্র
- আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড বা অন্য যেকোনো সচিত্র
- পরিচয় পত্র
- সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
- এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে পেনশনের পি পি ও কাগজ বা শেষমাসের পেমেন্ট স্লিপ
আবেদন ফি
- সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য: ৫০০ টাকা।
- মহিলা/ SC/ ST/ (PwBD) এবং Ex-servicemen: কোনো আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
অনলাইন আবেদন শুরু: ২৩ জানুয়ারি, ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ, ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।
নিয়োগ প্রক্রিয়া
স্টেনোগ্রাফারঃ
| ধাপ | বিষয়ের বিবরণ | প্রশ্ন ও নম্বর | সময় | নেগেটিভ মার্কিং |
|
লিখিত পরীক্ষা
|
১. রিজনিং | ৫০ টি প্রশ্ন (৫০ নম্বর) |
২ ঘণ্টা
|
০.২৫
|
| ২. জেনারেল অ্যাওয়ারনেস | ৫০ টি প্রশ্ন (৫০ নম্বর) | |||
| ৩. ইংরেজি ভাষা | ১০০ টি প্রশ্ন (১০০ নম্বর) | |||
| স্কিল টেস্ট | স্টেনোগ্রাফি ডিক্টেশন ও ট্রান্সক্রিপশন | কোয়ালিফাইং (পাশ করতে হবে) | ১০ মি. (ডিক্টেশন) | প্রযোজ্য নয় |
JSA:
| ধাপ | বিষয়ের বিবরণ | প্রশ্ন ও নম্বর | সময় | নেগেটিভ মার্কিং |
| লিখিত (পেপার-১) | মেন্টাল এবিলিটি টেস্ট | ১০০ টি প্রশ্ন (২০০ নম্বর) | ৯০ মিনিট | নেই |
|
লিখিত (পেপার-২)
|
১. জেনারেল অ্যাওয়ারনেস | ৫০ টি প্রশ্ন (১৫০ নম্বর) |
১ ঘণ্টা
|
১.০০
|
| ২. ইংরেজি ভাষা | ৫০ টি প্রশ্ন (১৫০ নম্বর) | |||
| টাইপিং টেস্ট ) | কম্পিউটার টাইপিং (ইংরেজি/হিন্দি | কোয়ালিফাইং | ১০ মি. | নেই |
MTS:
| ধাপ | বিষয়ের বিবরণ | প্রশ্ন ও নম্বর | সময় | নেগেটিভ মার্কিং |
| লিখিত পরিীক্ষা | মাধ্যমিক (১০ম শ্রেণি) স্তরের বিষয়বস্তু | মাধ্যমিক (১০ম শ্রেণি) স্তরের বিষয়বস্তু | ২ ঘণ্টা। | .০.২৫ |
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.





