চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে গ্ৰুপ ডি সিলেবাস 2026 | Railway Group D Syllabus 2026 in Bengali

---Advertisement---

Railway রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 2026 সালের রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন- চার মাসের মধ্যেই CBT (Computer based test) পরীক্ষা হতে পারে। তাই পরীক্ষার্থীদের উচিত ফর্ম ফিলাপ শেষ করা মাত্রই জোরকদমে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেওয়া। তবে তার আগে সিলেবাসটি সঠিকভাবে জেনে নেওয়া দরকার। আজ ExamBangla.com এর এই প্রতিবেদনে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2026 এর সিলেবাসটিকে বাংলায় সহজে উপস্থাপন করা হল। এর মাধ্যমে পরীক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে কোন কোন বিষয়গুলি বেশি জোর দিয়ে করতে হবে।

রেলওয়ে গ্ৰুপ ডি সিলেবাস 2026

রেলওয়ে গ্ৰুপ ডি এর অনলাইন পরীক্ষা বা CBT সাধারণত নিম্নলিখিত প্যাটার্নে হয়।

বিষয় প্রশ্নের সংখ্যা মোট নম্বর সময়
সাধারণ বিজ্ঞান (General Science) ২৫ ২৫
৯০ মিনিট (পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১২০ মিনিট)
গণিত (Mathematics) ২৫ ২৫
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩০ ৩০
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ২০
মোট ১০০ ১০০

Railway Group D Syllabus 2026 in Bengali

ক) সাধারণ বিজ্ঞান (General Science):

এটি মূলত দশম শ্রেণির (Class 10th Standard) পাঠ্যক্রম অনুযায়ী হয়। বিষয়  থাকে এইসবের ওপরঃ

  • পদার্থবিজ্ঞান (Physics): আলো (Light), শব্দ (Sound), বিদ্যুৎ (Electricity), বল ও গতি (Force and Motion), কাজ, শক্তি ও ক্ষমতা (Work, Energy and Power), লেন্স (Lens), মহাকর্ষ (Gravitation)।
  • রসায়ন (Chemistry): পর্যায় সারণী (Periodic Table), রাসায়নিক বিক্রিয়া (Chemical Reactions), অ্যাসিড-ক্ষার-লবণ (Acid, Base and Salt), ধাতু ও অধাতু (Metals and Non-metals), কার্বন ও তার যৌগ (Carbon and its Compounds)।
  • জীবন বিজ্ঞান (Life Science/ Biology): কোষ বিভাজন (Cell Division), হরমোন (Hormones), রক্ত সংবহনতন্ত্র (Blood Circulatory System), সালোকসংশ্লেষ (Photosynthesis), মানবদেহ (Human Body), ভিটামিন ও রোগ (Vitamins and Diseases)।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে রেলওয়ে গ্রুপ- ডি পদে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হল

খ) গণিত (Mathematics):

  • পাটিগণিত (Arithmetic): সংখ্যা পদ্ধতি (Number System), লসাগু-গসাগু (HCF-LCM), অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion), শতাংশ (Percentage), লাভ-ক্ষতি (Profit and Loss), সময় ও কার্য (Time and Work), সময় ও দূরত্ব (Time and Distance), সরল ও চক্রবৃদ্ধি সুদ (Simple and Compound Interest)।
    বীজগণিত ও পরিমিতি (Algebra and Mensuration): প্রাথমিক বীজগণিতিক সূত্রাবলী (Elementary Algebra), ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় (Area and Volume)।
  • অন্যান্য (Others): ত্রিকোণমিতি (Trigonometry), প্রাথমিক পরিসংখ্যান (Elementary Statistics), পাইপ ও চৌবাচ্চা (Pipes and Cistern), ক্যালেন্ডার ও ঘড়ি (Calendar and Clock)।

গ) জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (General Intelligence & Reasoning):

  • ভার্বাল (Verbal): কোডিং-ডিকোডিং (Coding-Decoding), রক্ত সম্পর্ক (Blood Relation), দিক নির্ণয় (Direction Sense), সাদৃশ্য (Analogy), শ্রেণীকরণ (Classification), বর্ণমালা সিরিজ (Alphabetical Series)।
  • লজিক্যাল (Logical): ভেন ডায়াগ্রাম (Venn Diagram), পাজল (Puzzle), বিবৃতি ও সিদ্ধান্ত (Statement and Conclusion), যুক্তি ও ধারণা (Statement and Assumptions), তথ্য পর্যাপ্ততা (Data Sufficiency)।
  • নন-ভার্বাল (Non-Verbal): দর্পণ প্রতিবিম্ব (Mirror Image), কাগজ ভাঁজ করা (Paper Folding), চিত্র সিরিজ (Figure Series)।

ঘ) জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness & Current Affairs):

  • সাম্প্রতিক ঘটনা (Current Affairs): বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology), খেলাধুলা (Sports), সংস্কৃতি (Culture), বিখ্যাত ব্যক্তিত্ব (Personalities), অর্থনীতি (Economics), রাজনীতি (Politics)।
  • সাধারণ জ্ঞান (General Knowledge/Static GK): ভারতের ইতিহাস (Indian History), ভূগোল (Geography), ভারতীয় সংবিধান (Indian Constitution)।

আপনি যদি রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রতিদিন ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেলে যুক্ত হন- Join Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ