চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের নার্সিং ট্রেনিং স্কুলে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত

পশ্চিমবঙ্গ সরকার অন্তর্ভুক্ত নার্সিং ট্রেনিং স্কুলে গ্রূপ- ডি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। শূন্যপদ সহ আরও বিস্তারিত তথ্য জানতে রইল আজকের এই প্রতিবেদন। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ড্রাইভার (গ্রূপ- ডি)।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও গাড়ি রিপেয়ারিং এর সাধারণ দক্ষতা এবং গাড়ি চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের এর মধ্যে হতে হবে।
বেতন- প্রতিদিন ৩৯৭ টাকা।

[quads id=10]

আরও চাকরির খবরঃ
নভেম্বর মাসের সমস্ত চাকরির খবর
পশ্চিমবঙ্গ পুলিশে ১০০০ শূন্যপদে নিয়োগ
কলকাতা বসু বিজ্ঞান মন্দিরে নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা A4 সাইজের সাদা কাগজে নির্দিষ্ট ফরমেট হাতে লিখে অথবা টাইপ করে নীচে দেওয়া ঠিকানায় সরাসরি গিয়ে জমা দিতে হবে। পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে না।

Application Format

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Principal Nursing Officer – GNM Training School, Jangipur SDH, Mursidabad
নিয়োগের স্থান- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের অন্তর্গত GNM ট্রেনিং স্কুলে।

[quads id=10]

আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে-
১) সেল্ফ অ্যাটেস্টেড করার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) ড্রাইভিং লাইসেন্স।
৪) ঠিকানার প্রমাণপত্র।
৫) আইডেন্টি প্রুফ।
৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদন করার শেষ তারিখ- ১৭/১১/২০২১

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ