চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে প্রার্থী নিয়োগ করা হবে। কোনো হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ আরও বিস্তারিত তথ্য নিয়ে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- স্টাফ নার্স।
শূন্যপদ- মোট ১৯ টি।
বয়স- ০১/১১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে জেনারেল নার্সিং এ ডিপ্লোমা অথবা ডিগ্রী।
বেতন- বেসিক পে ২৯,০০০ টাকা।

চাকরির খবরঃ এইট পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

পদের নাম- মেডিকেল অফিসার।
শূন্যপদ- মোট ১১ টি।
বয়স- ০১/১১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অথবা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত মেডিকেল কাউন্সিল থেকে MBBS ডিগ্রী।
বেতন- বেসিক পে ৫৬,১০০ টাকা।

[quads id=10]

আবেদন পদ্ধতি- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা করে কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট সময় ও তারিখে যথাযথ স্থানে প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছাতে হবে।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ- ১০/১২/২০২১ শুক্রবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ২ টা পর্যন্ত হবে।
ইন্টারভিউ এর স্থান- Bidyut Unnayan Bhavan,Block- LA,Plot No- 3/C,Sector- III,Bidhanngar, Kolkata- ৭০০১০৬

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

ইন্টারভিউ স্থানে যা যা নিয়ে যেতে হবে-
১) দুটো পাসপোর্ট সাইজ ফটো।
২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) MBBS ডিগ্রী এর মার্কশিট।
৫) মেডিকেল কাউন্সিল অফ স্টেট মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্টার করা সার্টিফিকেট।

[quads id=10]

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ