রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় ব্লক ভলেন্টিয়ার (Block Volunteer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ বিস্তারিত তথ্য নিয়ে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- ব্লক ভলেন্টিয়ার।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকার মানুষদের সঙ্গে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
বেতন- প্রতিদিন ৬০০ টাকা সঙ্গে যাতায়াতের খরচ থাকবে। মাসে সর্বোচ্চ ১৬ দিন কাজ হবে। এছাড়াও গ্রামীণ এলাকার ভিজিট করার উপর ইনটেনসিভ থাকবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি– ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। শুধুমাত্র নির্দিষ্ট সময় ও তারিখে প্রয়োজনীয় নথি নিয়ে যথাযথ স্থানে পৌঁছাতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়- ১৪/১২/২০২১ সকাল ১১টা।
ইন্টারভিউ এর স্থান- SBCC Cell located behind District Record Room, office of the District Magistrate, Purulia.
নিয়োগের স্থানঃ পুরুলিয়া, প্রার্থীকে অবশ্যই সেন্তুরি/ নিঠুরিয়া ব্লগ/ রঘুনাথপুর সাব ডিভিশন -এর অধিবাসী হতে হবে।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here
[quads id=10]







