পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও পরিবহন দফতরের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের জন্য বামনগোলা ডেভেলপমেন্ট ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা যেকোনো জেলা থেকে আবেদনের বিস্তারিত জানার পর আবেদন করতে পারেন। এবার পদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদের সংখ্যা- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস সাথে কোনো নামি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বয়সক্রম- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১.১.২০২২ এর মধ্যে ১৮ অথবা ১৮ এর বেশি এবং ৩৫ বছরের কম। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST রা ৫ বছরের এবং OBC রা ৩ বছরের বয়সের ছাড় পাবে।
আরও পড়ুনঃ
SSC -এর মাধ্যমে কয়েক হাজার গ্রূপ-সি নিয়োগ
রাজ্যের স্কুলে পার্ট টাইম শিক্ষক নিয়োগ
রাজ্যে ৫০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
বাসিন্দা- অবশ্যই প্রার্থীকে ভারতের বাসিন্দা হতে হবে, লোকাল বাসিন্দা হলে অধিক গুরুত্ব পাবে।
বাছাইয়ের পদ্ধতি- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের দ্বারা নির্বাচন করা হবে।
আবেদনের পদ্ধতি- প্রার্থীকে সমস্ত নথিপত্র একটি মুখবন্ধ খামে যেকোনো ওয়ার্কিং ডে তে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে পোস্টের মাধ্যমে ১০.১.২০২২ এর মধ্যে পাঠাতে হবে।
[quads id=10]
প্রয়োজনীয় নথি-
১) অ্যাপ্লিকেশন ফর্ম
২) বয়সের প্রমাণপত্র
৩)স্নাতক পাশের সার্টিফিকেট
৪) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট
৫) বাসিন্দার প্রমাণপত্র।
ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্টের তারিখ- ১৪.০১.২০২১ বামনগোলা ব্লক ক্যাম্পাস।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here
[quads id=10]







