রাজ্যের বস্ত্র দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকে আর.কে.ভি.ওয়াই প্রকল্পের অধীনে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে। West Bengal Sericulture Department Recruitment 2022.
পদের নাম- রেশম বন্ধু।
শূন্যপদ- ১ টি।
বেতন- এই পদের ক্ষেত্রে প্রার্থীদের বেতন ৫০০০/-
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স 1/1/2022 অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, সাথে আইএসডিএস রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং তাকে স্থানীয় এলাকার রেশম চাষি হতে হবে। তাছাড়াও প্রার্থীকে স্মার্টফোনের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন যোগ্য।
আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাশিয়ার নিয়োগ
কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ধুবুলিয়া রেশম কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি, ২০২২।
নির্বাচন পদ্ধতি- নিয়োগ করা হবে ইন্টারভিউ -এর মাধ্যমে। ইন্টারভিউ হবে আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখ বেলা ১১ টা থেকে।
ইন্টারভিউ -এর স্থানঃ রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া।
দরখাস্তের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হল-
১) প্রার্থীর আধার কার্ড জেরক্স।
২) ভোটার কার্ডের জেরক্স।
৩) মাধ্যমিক পাশের সার্টিফিকেট, এডমিট কার্ড।
৪) জাতিগত শংসাপত্র।
৫) নির্দিষ্ট ট্রেনিং এর সার্টিফিকেট।
৬) সেই জেলার বসবাসকারীর একটি প্রমান পত্র।
[quads id=10]
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here







