চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেন্টার অফ এক্সেলেন্স নামক প্রতিষ্ঠানে। রাজ্যের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদনেরযোগ্য। এবার জেনে নেওয়া যাক পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা সহ বিস্তারিত আপডেট।

পদের নাম- কো অর্ডিনেটর
শূন্যপদের সংখ্যা- ৮ টি।
বয়স- ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে। পাশাপাশি MS Word -এর কাজ জানতে হবে। সঙ্গে যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৪৫,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

[quads id=10]

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদের সংখ্যা- ৪ টি।
বয়স- ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ। এবং কম্পিউটারের এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর বা বেসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের ডাটা রেকর্ডিং ও ডাটা অ্যানালাইসিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- মাসিক ১৩,৫৬০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

আবেদনের পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। www.north24parganashealth.org ওয়েবসাইটে ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ
রাজ্যের কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে
ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

[quads id=10]

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ