চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি। কোন হাতে লেখা পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- পোস্টাল এজেন্ট।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ স্থানে যথাসময়ে প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছাতে হবে।
আবেদন ফি- কোনো আবেদন ফি লাগবে না।

এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর একনজরে দেখুন

[quads id=10]

ইন্টারভিউ স্থানে যে সমস্ত নথি নিয়ে যেতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) প্যান কার্ড, আধার কার্ড।
৩) সম্প্রতি তোলা দুটো পাসপোর্ট সাইজ ফটো।
৪) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

ইন্টারভিউয়ের স্থান ও তারিখ- ইসলামপুর সাব পোস্ট অফিস- ০৪/০৫/২০২২, রানীগঞ্জ মুখ্য ডাকঘর- ০৫/০৫/২০২২, কালিগঞ্জ সব পোস্ট অফিস- ১০/০৫/২০২২, বালুরঘাট হেড অফিস- ১১/০৫/২০২২
ইন্টারভিউয়ের সময়- ১০.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ