কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার নির্ঘন্ট বেজে গেছে। সদ্য শেষ হয়েছে ফর্ম ফিলাপ। ফর্ম ফিলাপের সময় পরীক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ত্রুটি বিচ্যুতি করেছে। অসাবধানতাবশত অথবা কাঁচা হাতে ফর্ম ফিলাপের সময় ছোট ছোট ভুল হয়েছে ফর্মে। এই নিয়ে চিন্তিত পরীক্ষার্থীরা। এই ছোট্ট ভুলে ব্যর্থ হয়ে যাবে না তো এতদিনের স্বপ্ন? পরীক্ষাটি দিতে পারবেন তো ঠিকঠাক ভাবে?
উত্তর একটাই। চিন্তিত হবার প্রয়োজন নেই। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে “সংশোধন উইন্ডো” চালু করা হয়েছে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান ঐ কারেকশন উইন্ডোতে। ঠিক করে নিন আপনার ভুলগুলো।
চাকরির খবরঃ ৬ হাজার শূন্যপদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ
[quads id=10]
কিভাবে সংশোধন করবেন?
১) নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান সংশোধন করার অফিসিয়াল ওয়েবসাইটে।
২) সেখানে নিজের Application Sl. নম্বর দিন, এবং ফোন নম্বর ও জন্মতারিখ লিখুন।
৩) সাবমিট করুন। নতুন পেজ খুলে যাবে।
৪) নতুন পেজে নিজের অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। সেখানে পরপর গিয়ে “ভুল” অংশকে “ঠিক” করুন।
৫) সমস্ত ভুল, ঠিক করার পর, পুনরায় চেক করুন যাতে আর কোনোরূপ ভুল না থাকে।
৬) এরপর সাবমিট করুন।
এক্ষেত্রে সাবমিটের পর আর কোনোরূপ ভুল থাকলেও কিছু করার নাই। তাই ফাইনাল সাবমিটের আগে বারবার চেক করুন। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই ২০২২ শুক্রবার থেকে চালু হবে সংশোধন করার উইন্ডোজ। সমস্ত প্রার্থীদের জন্য উইন্ডোজ খোলা থাকবে আগামী ৭ জুলাই, ২০২২ তারিখ (২৩:৫৯) অবধি। এই সময়কালে মধ্যে আপনার ভুলভ্রান্তি শুধরে নিন সরাসরি নিচের দেওয়া লিংকে ক্লিক করে।
[quads id=10]
Edit Window link: Click Here








