কনস্টেবল মেন পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট, বইটির সঙ্গে পাবেন OMR BOOKLET

নিজস্ব প্রতিনিধিঃ প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। ইংরেজিতে একটি কথা আছে Practice Makes Perfect. তাই যতই আপনি পরিশ্রম করুন, অথবা যত ভালো আপনার প্রস্তুতি হোক না কেন, যেকোনো পরীক্ষার আগে প্র্যাকটিস…

Published By: ExamBangla.com | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। ইংরেজিতে একটি কথা আছে Practice Makes Perfect. তাই যতই আপনি পরিশ্রম করুন, অথবা যত ভালো আপনার প্রস্তুতি হোক না কেন, যেকোনো পরীক্ষার আগে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরী। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন (WBP Constable Main Exam) পরীক্ষার তারিখ খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। যেসব প্রার্থীরা ইতিমধ্যেই মাঠ পাস করেছেন, তারা আজ থেকেই কনস্টেবল মেন পরীক্ষার জন্য আদাজল খেয়ে লেগে পড়ুন। অনেকেই হয়তো মেন পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে এবার সময় নিজের প্রস্তুতি টাকে যাচাই করার। এবার সময় হয়েছে প্র্যাকটিস করার।

পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত কনস্টেবল ও লেডি কনস্টেবল মেন পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কারণ সম্প্রতি Exam Bangla Publication প্রকাশ করেছে তাদের নতুন একটি বই, যেটি কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনস্টেবল মেন পরীক্ষার সিলেবাস ও লেটেস্ট কোশ্চেন প্যার্টান অনুযায়ী মোট ১৫ টি সাজেস্টিভ প্রাকটিস সেট রয়েছে এই বইটিতে। শুধু ১৫ টি সাজেস্টিভ প্র্যাকটিস নয়, এই বইটি সংগ্রহ করলে সঙ্গে পাবেন OMR BOOKLET আলাদা একটি বই (সম্পূর্ণ বিনামূল্যে)।

কনস্টেবল মেন সাজেস্টিভ প্র্যাকটিস সেট

কনস্টেবল মেন পরীক্ষার জন্য এই বইটি কতটা কার্যকরী হবে?
এই প্রশ্নের উত্তরে Exam Bangla Publication -এর তরফে জানানো হয়েছে, এই বইটি আগত কনস্টেবল মেন পরীক্ষার জন্য ১০০ শতাংশ কার্যকরী। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সাম্প্রতিক প্রশ্নের ধরন অনুসরণ করে বইটি তৈরি করা হয়েছে। প্রকাশক সংস্থার দাবি, ২০২০ কনস্টেবল মেন পরীক্ষায় তাদের প্রকাশ করা বই থেকে ৬০ শতাংশ কমনের রেকর্ড রয়েছে। তাই স্বপ্ন যদি হয় পুলিশ হওয়া, তাহলে এই প্র্যাকটিস সেটের বইটি আজকেই সংগ্রহ করে প্রস্তুতি শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

WBP Constable Main Suggestive Practice Set

কনস্টেবল মেন সাজেস্টিভ প্রাক্টিস সেট বইটিতে কি কি রয়েছে?

১) বইটিতে মোট ১৫ টি সাজেস্টিভ প্রাক্টিস সেট রয়েছে।
২) প্রতিটি সেটের প্রশ্নপত্র অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকা মন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।
৩) প্রতিটি সেট পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার সিলেবাস ও লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরী।
৪) ১৫ টি সেটের উত্তরপত্র, গনিত ও রিজিনিং বিষয়ের সমাধান দেওয়া রয়েছে।

৫) ১৫ টি সেট ছাড়াও অতিরিক্ত জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নোত্তর এই বইটিতে সংযুক্ত করা হয়েছে।

বইটি কিভাবে সংগ্রহ করবেন?
Exam Bangla Publication -এর তরফে জানানো হয়েছে Exam Bangla Publication -এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বইটি অর্ডার করতে পারবেন পরীক্ষার্থীরা। বই অর্ডার দেওয়ার ওয়েবসাইটটি হল www.exambanglapub.com , পাশাপাশি বইটি কলকাতা কলেজ স্ট্রিট সন্দীপ বুক সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।

যেসব পরীক্ষার্থীরা www.exambanglapub.com ওয়েবসাইট থেকে অর্ডার দেবেন তাদের উদ্দেশ্যে Exam Bangla Publication -এর তরফে জানানো হয়েছে,

১) অর্ডার দেওয়ার পর ইমেলে অর্ডারের কনফার্মেশন পাবেন।
২) বই প্যাকিং হয়ে গেলে ইমেলের মাধ্যমে ট্রাকিং লিংক পাবেন। ট্রাকিং লিংক থেকে বইটি ট্র্যাক করতে পারবেন। আপনার অর্ডার দেওয়া বইটি কোন জায়গায় আছে তা জানতে পারবেন।
৩) অর্ডার দেওয়ার সর্বোচ্চ ৫- ৬ দিনের মধ্যে বইটি ডেলিভারি পাবেন।
৪) বই ডেলিভারি না পেলে ১০০% মূল্য ফেরত পাবেন।

তাই আপনি যদি কনস্টেবল মেন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আর অপেক্ষা না করে আজই সংগ্রহ করুন Constable Main Advance Mock Fighter (with FREE OMR BOOKLET)।

WBP Constable Main Best Book
WBP Constable Main Practice Set Book

বইটি অর্ডার দেওয়ার জন্য ক্লিক করুন- Click Here

(use coupon code- EBP20)

Read More: WBP Constable Main Syllabus Download

Book Details:
Book Title: Constable Main Advance Mock Fighter (with FREE OMR BOOKLET)
Publisher: Exam Bangla Publication
Author: Exam Bangla Editorial Team
Pages: 152 (extra OMR BOOKLET)
ISBN: 9788195466191
Price: 230/-
Discount Price: 199/- (use coupon code- EBP20)

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career