চাকরির খবর

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

Advertisement

এয়ারপোর্ট চাকরি করতে চান? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনে আগ্রহীদের জন্য বিস্তারিত তথ্য থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- AAICLAS/HR/CHQ/Rect./TR/2023

পদের নাম- Trolley Retriever
মোট শূন্যপদ- ১০৫ টি। (General- ৪৪ টি, OBC- ২৮ টি, SC- ১৫ টি, ST- ৭ টি, EWS- ১১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের উচ্চতা হতে হবে নূন্যতম ১৬৭ সেমি। ওজন হতে হবে নূন্যতম ৫৫ কেজি।
মাসিক বেতন- বেসিক পে ১০,০০০/- টাকা সহ অন্যান্য পে এলাউন্স মিলিয়ে মোট ২১,৩০০/- টাকা।
বয়সসীমা- ০১ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে হবে। AAICLAS -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। সেক্ষেত্রে একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকতে হবে চাকরিপ্রার্থীদের। অনালাইনে আবেদন জানানোর পর প্রাপ্ত রেফারেন্স আইডি নোট করে রাখতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি- আবেদনকারীদের এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ WBPSC -এর মাধ্যমে নতুন নিয়োগ

মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কাজের সুযোগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles