শিক্ষার খবর

স্নাতক স্তরে ভর্তি শুরু রাজ্যের বিভিন্ন কলেজে! কবে অবধি আবেদন, জেনে নিন খুঁটিনাটি তথ্যগুলি

Advertisement

গত ২৪ মে ২০২৩ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। রেজাল্ট জানার পর এবার নিজেদের পছন্দমতো কোর্স বা বিষয় নিয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করবেন পড়ুয়ারা। রাজ্যের বিভিন্ন কলেজে শুরু হল স্নাতকে ভর্তি প্রক্রিয়া। আগ্রহী পড়ুয়ারা দেখে নিন স্নাতকে ভর্তির জন্য কোন কলেজে কবে অবধি আবেদন জানানো যাবে।

১) বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির

স্নাতক স্তরে ভর্তির জন্য বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। পড়ুয়ারা বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ফিলজফি, রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, জু’লজি ও মাইক্রোবায়োলজি বিষয়ের পড়ার জন্য আবেদন জানাতে পারবেন। আগামী ১৩ জুন রাত বারোটা পর্যন্ত আবেদন জানানো যাবে।

২) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ – রহড়া

স্নাতকে ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়ায়। আবেদন গ্রহণ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। তারপর নির্বাচিত কিছু বিষয়ের অ্যাডমিশন টেস্ট হবে। বিষয়গুলি হল- (ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জু’লজি ও মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স ও বোটানি)।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিভিউ করার শেষ তারিখ কবে?

৩) সেন্ট জেভিয়ার্স কলেজ

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে চান অসংখ্য পড়ুয়ারা। আবেদন জমাও পড়ে অনেক। সম্প্রতি এই কলেজের তরফে স্নাতক স্তরের আবেদন গ্রহণ চালু করা হয়েছে। কলেজে ভর্তির আবেদন চলছে। তবে কবে অবধি এই প্রক্রিয়া চলবে তা এখনো জানানো হয়নি।

৪) লোরেটো কলেজ

লোরেটো কলেজের তরফে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে সম্প্রতি। অনলাইন মাধ্যমে চলছে আবেদন জমা। বিভিন্ন বিষয়ে বিএ, বিএসসি, অনার্স-সহ বিএ জেনারেল কোর্সেও ভর্তি নেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১০ জুন পর্যন্ত।

আরও পড়ুনঃ জয়েন্টের কাউন্সিলিং কবে থেকে?

৫) ভবানীপুর এডুকেশনাল সোসাইটি

ইতিমধ্যে ভবানীপুর এডুকেশনাল সোসাইটি কলেজে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। বিএ, বিএসসি -সহ নানান ধরণের কোর্সে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।

৬) স্কটিশচার্চ কলেজ

কলকাতার খ্যাতনামা কলেজগুলির মধ্যে অন্যতম স্কটিশচার্চ কলেজ। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরেই এই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, প্রতিটি কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি জানতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও অন্যান্য কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া অতি শীঘ্রই শুরু হয়ে যাবে।

স্নাতক স্তরে ভর্তি শুরু রাজ্যের বিভিন্ন কলেজে

Related Articles