চাকরির খবর

এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা

Advertisement

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.– AIASL/ 05-03/962
পদের নাম- Deputy Officer
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ৩২,২০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম- Junior Officer Technical
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics Engineering -এ Degree সহ HMV Licence থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,৩০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

join Telegram

পদের নাম- Jr. Officer- Passenger
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,৩০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম- Coustomer Service Executive
মোট শূন্যপদ- ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate সহ Airline/GHA/Cargo/Airline Traking -এ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২১,৩০০/- টাকা।

পদের নাম- Ramp Service Executive
মোট শূন্যপদ- ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical/ Production/ Electronics -এ তিন বছরের Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২১,৩০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে কর্মী নিয়োগ

পদের নাম- Utility Agent cum ramp Driver
মোট শূন্যপদ– ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ HMV Licence থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৯,৩৫০/- টাকা।

পদের নাম- Handyman
মোট শূন্যপদ- ৯৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৭,৫২০ টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Hotel Adi Plot no. 05, Near Indian Oil Petrol pump Airport Road Nagpur, 440025
ইন্টারভিউ তারিখ- ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles