Prasar Bharati Recruitment: ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এর অন্তর্গত প্রসার ভারতীর পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত আকাশবাণীতে বিভিন্ন পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার ইচ্ছা থাকলে, আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন জানাতে হবে। এর পাশাপাশি প্রতিটি পদ অনুসারে যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো এই প্রতিবেদনে।
১) সহকারী AV এডিটর:
- মোট শূন্যপদ- ১৫ টি।
- মাসিক বেতন- ৩০,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী এবং সাউন্ড অথবা ভিডিও এডিটিং নিয়ে ডিগ্রী বা ডিপ্লোমা।
- বয়স সীমা- সর্বোচ্চ ৩৫ বছর।
- পূর্ব অভিজ্ঞতা- অডিও বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা।
২) কপি এডিটর (ইংরেজি):
- মোট শূন্যপদ- ১৮ টি
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম বিষয়ে ইংরেজিতে ডিগ্রী অথবা পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ডিগ্রী।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- রেডিও টেলিভিশন অথবা সমতল্য সংস্থায় অন্ততপক্ষে দুই বছরের গণমাধ্যম বিষয়ক কাজের অভিজ্ঞতা।
৩) কপি এডিটর (হিন্দি):
- মোট শূন্যপদ- ১৩ টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম বিষয়ে হিন্দিতে ডিগ্রী অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- রেডিও টিভি অথবা সমতুল্য মিডিয়া ক্ষেত্রে গণমাধ্যম বিষয়ের দুই বছরের অভিজ্ঞতা।
চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
৪) এডিটোরিয়াল এক্সিকিউটিভ (ইংরেজি ও হিন্দি):
- মোট শূন্যপদ- ৫টি (ইংরেজি) ৩টি (হিন্দি)।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা– শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি অথবা গণমাধ্যম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। ইংরেজি টাইপিং এর দক্ষতা।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- অন্ততপক্ষে দুই বছরের ডিজিটাল ওয়েবসাইট মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা।
৫) গেস্ট কোঅর্ডিনেটর:
- মোট শূন্যপদ- ২টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ইংরেজি এবং হিন্দি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা ও কম্পিউটারের দক্ষতা। গণমাধ্যম বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- রেডিও টিভি অথবা প্রিন্টিং সংস্থায় দুই বছরের অভিজ্ঞতা।
৬) নিউজ রিডার (ইংরেজি):
- মোট শূন্যপদ- ১১ টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অথবা গণমাধ্যম বিষয় নিয়ে ডিপ্লোমা ডিগ্রি। ইংরেজি ভাষায় এবং উচ্চারণে দক্ষতা থাকতে হবে।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- ২ বছর।
চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৭) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (হিন্দি):
- মোট শূন্যপদ- ১৪ টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ের সাথে গ্রাজুয়েশন ডিগ্রি অথবা হিন্দি মাধ্যমে গণমাধ্যম বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- ২ বছর।
৮) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (সংস্কৃত):
- মোট শূন্যপদ- ৩টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- সংস্কৃত ভাষায় যথাযথ দক্ষতা এবং সংস্কৃত নিয়ে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি।
- বয়স সীমা- ৪০ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৯) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (উর্দু):
- মোট শূন্যপদ- ৮টি।
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যম বিষয় নিয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি। উর্দু ভাষার উপর দক্ষতা থাকতে হবে।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- ২+ বছর।
চাকরির খবরঃ পশ্চিম মেদিনীপুর জেলায় কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে
১০) রিপোর্টার (ব্যবসা/ইংরেজি/আইনি/খেলাধুলা):
- মোট শূন্যপদ- ২টি (ব্যবসা), ৮টি (ইংরেজি), ৩টি (আইনি), ২টি (খেলাধুলা)
- মাসিক বেতন- ৩৫,০০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
- বয়স সীমা- ৩৫ বছরের কম।
- পূর্ব অভিজ্ঞতা- যথাযথ বিভাগের দুই বছরের বেশি অভিজ্ঞতা।
নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি পদের সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে সল্টলেপ করে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ অথবা পরীক্ষা এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদনে আগ্রহী প্রতিটি চাকরিপ্রার্থীকে http://avedan.prasarbharati.org/ -এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যাবতীয় তথ্য জেনে নিয়ে আবেদন জানাতে হবে। সেপ্টেম্বর মাসের ৪ তারিখের মধ্যে প্রত্যেকটি ইচ্ছুক প্রার্থীকে আবেদন পত্র জমা করে দিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.